India-China: মানচিত্রে উস্কানি? চিনের প্রকাশ করা ম্যাপে জায়গা পেল অরুণাচল থেকে আকসাই চিন

Jyotirmoy Karmokar | Edited By: সোমনাথ মিত্র

Aug 29, 2023 | 2:57 PM

India-China: সোমবার প্রকাশ করা হয়েছে সেই মানচিত্র। এটিকে স্ট্যানডার্ড ম্যাপ হিসেবে উল্লেখ করেছে চিন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা উস্কানি ছাড়া আর কিছুই নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞ শিবালী দেশপাণ্ডে এই প্রসঙ্গে বলেন, মানচিত্র দেখেই বোঝা যাচ্ছে, এটা চিনের একটা পলিসি। এসব দেখিয়ে চিন ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে

India-China: মানচিত্রে উস্কানি? চিনের প্রকাশ করা ম্যাপে জায়গা পেল অরুণাচল থেকে আকসাই চিন
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: ফের চিনের উস্কানি! এবার ভারতের বিস্তীর্ণ এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করে মানচিত্র প্রকাশ করল চিন। একেবারে সরকারি দফতর থেকে প্রকাশ পেয়েছে সেই মানচিত্র। চিনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের তরফ থেকে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের একটা বড় অংশ নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চিন। শুধু তাই নয়, তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরের বিতর্কিত অংশকেও নিজেদের বলে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, চিনে এই মন্ত্রকের প্রকাশ করা মানচিত্রের ওপর নির্ভর করেই বাকি মন্ত্রকগুলোও কাজ নির্ধারণ করে।

সোমবার প্রকাশ করা হয়েছে সেই মানচিত্র। এটিকে স্ট্যানডার্ড ম্যাপ হিসেবে উল্লেখ করেছে চিন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা উস্কানি ছাড়া আর কিছুই নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞ শিবালী দেশপাণ্ডে এই প্রসঙ্গে বলেন, মানচিত্র দেখেই বোঝা যাচ্ছে, এটা চিনের একটা পলিসি। এসব দেখিয়ে চিন ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। চিন চাইছে ভারত একটা পদক্ষেপ করুক, তারপরই পাল্টা জবাব দেবে তারা। তবে বিশেষজ্ঞের দাবি, ভারত সতর্ক রয়েছে। সীমান্তে চলছে কড়া নজরদারি।

এখানেই শেষ নয়। কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করে সীমান্তের একেবারে কাছ ঘেঁষে চিন একের পর এক বাড়ি তৈরি করছে বলেও সূত্রের খবর। সীমান্তের দু পাশেই কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়, যাকে বলে ‘নো ম্যান্স ল্যান্ড।’ অথচ অরুণাচল লাগোয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে এমনই একগুচ্ছ গ্রাম তৈরি করা হয়েছে বলে অভিযোগ। শুধু গ্রাম তৈরিই নয়, চিন সেনার ব্যারাকও চোখে পড়ছে সেই বসতির কাছে।

এদিকে যে সময়ে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেই ব্রিকস সম্মেলন উপলক্ষ্য়ে মুখোমুখি হয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। কয়েকদিন বাদেই জি ২০ সম্মেলন উপলক্ষ্যে ভারতের আসার কথা জিনপিং-এর। এরই মধ্যেই এই মানচিত্র প্রকাশ্যে এসেছে। কয়েকদিন আগে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনা হয়। সেখানে দুই দেশই শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেয়। তারপরও কীভাবে এমন উস্কানিমূলক মানচিত্র প্রকাশ করা হল,তা নিয়ে প্রশ্ন উঠছে।

Next Article