পুণে: ওভারটেক করার জায়গা দেয়নি। মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চরম হেনস্থা মহিলাকে। চুলের মুঠি ধরে মারধোর, মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে যায়। এই ঘটনার পরই পুলিশ অভিযুক্ত বৃদ্ধ ব্যক্তি ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। শনিবার পাসান-বানের লিঙ্ক রোড ধরে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন এক মহিলা কনটেন্ট ক্রিয়েটর। জেরলিনের সঙ্গে তাঁর দুই সন্তান ছিল। পিছন থেকে একটি গাড়ি ক্রমাগত তাঁর স্কুটি ওভারটেক করার চেষ্টা করছিল। প্রায় ২ কিলোমিটার ধরে ওভারটেক করার চেষ্টা চলে।
ওই মহিলা স্কুটি এক ধারে সরিয়ে নেন যাতে পিছনের ওই গাড়িটি বেরিয়ে যেতে পারে। কিন্তু ওই ব্যক্তি স্কুটি ওভারটেক করেই গাড়ি দাঁড় করান এবং গাড়়ি থেকে নেমে ওই মহিলাকে গালিগালাজ করতে থাকেন। ওই মহিলার মুখে সজোরে ঘুষি মারেন দুইবার। এরপর তাঁর চুল টেনে মারধর করতে শুরু করেন।
Viral | Mother of 2 kids Jerlyn D’silva was attacked by an aged motorist on Baner-Pashan Link road in Pune. She posted this video on her Insta ID. Bio says she is the Marketing head of Sheraton Grand, #Pune. pic.twitter.com/cIDdOOjlBi
— Siraj Noorani (@sirajnoorani) July 20, 2024
আক্রান্ত ওই মহিলা বলেন, “আমার সঙ্গে দুই সন্তান ছিল, তাদেরও পরোয়া করেননি ওই ব্যক্তি। এটা কি শহরের নিরাপত্তা? পাগলের মতো ব্যবহার করছেন কেন মানুষজন? আমার সঙ্গে দুই সন্তান ছিল, যা কিছু হয়ে যেতে পারত। শেষে এক মহিলা আমায় সাহায্য করেন।”
ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই মহিলার নাক ও মুখ থেকে রক্ত পড়ছে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায়। এরপর কড়া পদক্ষেপ করে পুলিশ। স্বপ্নীল কেকড়ে নামক ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে।