কলকাতা: সোমবার থেকেই কলকাতায় ঘোষণা হয়ে যাবে কনটেইনমেন্ট জোন। জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এদিন এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্কুলের টিকাকরণ কর্মসূচি পরিদর্শনে সোমবার চেতলার স্কুলে যান মেয়র। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা হয়। তখনই ফিরহাদ হাকিম বলেন, “আজকেই কনটেইনমেন্ট জোনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। কনটেইনমেন্ট জোনের বিষয়টি রিভিউ করা হবে রোজ। প্রয়োজনে সংখ্যা বাড়তে পারে। আমরা কিছু সেফ হোমও খুলছি। এখন যে ওয়েভ এসেছে তাতে মানুষ 5 দিনে সুস্থ হয়ে যাচ্ছেন।”
আম জনতার মনোবল বাড়াতে তিনি বলেন, “গাঁটে ব্যথা, জ্বর হচ্ছে, হালকা কাশি হচ্ছে। তবে এর সাথে ডেলটা টাও রয়েছে। তাই আমাদের আরও সাবধানে থাকতে হবে। উত্তীর্ণকেও সেফহোম করা যায় কিনা সে বিষয়ে কথা বলছি। দু-তিন দিনের মধ্যে সেভ হোম খুলে যাবে।” সব কিছু ঠিকঠাক থাকলে ১০ জানুয়ারির মধ্যে আবার এই কঠিন পরিস্থিতিটা কেটে যাবে বলেও মনে করছেন তিনি।
বড়দিন থেকে বর্ষবরণ কলকাতার বিভিন্ন জায়গায় চলেছে হুল্লোড়। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দু হাজার ছাপিয়েছে। কিন্তু এখনও শেষ হয়নি উত্সবের রেশ। করোনা আবহের কথা মাথায় না রেখেই রবিবারেও ভিড় জমেছে চিড়িয়াখানা, ইকো পার্ক, নিক্কো পার্কে। আর তাতেই পরিস্থিতি নাগালের বাইরে।
কেবল কলকাতার ক্ষেত্রেই সামনে আসছে বিস্ফোরক তথ্য। শুধু কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ! উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত প্রায় হাজার! গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে।
পরিসংখ্যান বলছে, রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের ভিত্তিতে দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় ৩৫ টি ওয়ার্ড রয়েছে। যার মধ্যে ১০ টি ওয়ার্ড বিধান নগর বিধানসভা কেন্দ্রে আর ২৫ টি ওয়ার্ড রয়েছে দমদম বিধানসভা কেন্দ্রে। দক্ষিণ দমদম পৌরসভা করোনা আক্রান্তের সংখ্যা ১০৩ জন।
মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী রবিবারই জানিয়ে দিয়েছিলেন, নমুনা পরীক্ষা বাড়ানো হবে। সোমবার দৈনিক ৫৫ হাজার টেস্টের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাস্থ্য ভবন। কোন জেলায় কত আরটিপিসিআর, কত অ্যান্টিজেন তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এক নজরে কলকাতার হটস্পট জোন
ওয়ার্ড ৩১
ক্যানাল সার্কুলার রোড, সিআইটি স্কিম, কাঁকুড়গাছি
ওয়ার্ড ৬৩
এজেসি বোস রোড, বেলভেডিয়ার রোড, জেএল নেহেরু রোড, খিদিরপুর রোড, লর্ড সিনহা রোড, শেক্সপিয়র সরণি
ওয়ার্ড ৬৫
বেকবাগান, বন্ডেল রোড, তিলজলা, তপসিয়া,
ওয়ার্ড ৬৯
বালিগঞ্জ সার্কুলার রোড, বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ
ওয়ার্ড ৭১
এজেসি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, হরিশ মুখার্জি রোড
ওয়ার্ড ৭৪
আলিপুর রোজ, বেলভেডিয়ার রোড, চেতলাহাট রোড
ওয়ার্ড ৮১
টালিগঞ্জ রোড, চারুচন্দ্র অ্যাভিনিউ, দেশপ্রাণ শাসমল রোড
ওয়ার্ড ৯৪
প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, এনএসসি বোস রোড
ওয়ার্ড ১০৯
কালিকাপুর, অজয়নগর, মুকুন্দপুর
তবে কলকাতার মেয়রের আশ্বাস, আগামী তিন-চারদিন রাতের বিধিনিষেধে কড়াকড়ি করা গেলেই ১০ জানুয়ারির মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।