নয়া দিল্লি: শ্রম মন্ত্রকের অধীনে রয়েছে ইপিএফও। সব সরকারি ও বেসরকারি কর্মীরা চাকরির বেতনের সঙ্গে ইপিএফও-র টাকা পেয়ে থাকেন। এ ক্ষেত্রে কর্মীকে সঞ্চয়ের জন্য আলাদা করে কোনও টাকা জমানোর প্রয়োজন পড়ে না। টাকা জমতে থাকে বেতন থেকে। সঙ্গে সংস্থাও জমা দেয় সম পরিমান টাকা। অবসরের পর বা চাকরি ছেড়ে দেওয়ার পর সেই টাকা তুলতে পারেন কর্মীরা। তবে মাসে মাসে কত টাকা করে জমছে, মোট কত টাকা জমেছে, তা অনলাইনেই জেনে নেওয়া যায়।
পিএফ অফিসে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ঘরে বসেই পিএফের ব্যালান্স জানা যাবে অনায়াসে।
মিসড কল
৯৯৬৬০৪৪৪২৫ -এই নম্বরে মিসড কল দিলেই জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টে কত ব্যালান্স আছে। যদি ইউএএন নম্বরের সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা থাকলে জানা যাবে, শেষবার কত টাকা অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে।
এসএমএস-এর মাধ্যমে
৭৭৩৮২৯৯৮৯৯- এই নম্বরে এসএমএস করতে হবে। EPFOHO UAN(আপনার ইউএএন নম্বর) লিখে পাঠাতে হবে। তাহলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার পিএফ ব্যালান্স।
উমাঙ্গ অ্যাপ
এই অ্যাপের মাধ্যমে পিএফ ব্যালান্স দেখে নেওয়া যায়। প্লেস্টোরে গিয়ে উমাঙ্গ অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর প্রতিটি স্টেপ পার করলেই জানা যাবে ব্যালান্স।