Kuntal Ghosh: ‘হাতে আংটি নেই, দেখুন ঘামাচি আছে’, আদালতে পৌঁছেই বললেন কুন্তল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 20, 2023 | 5:45 PM

Kuntal Ghosh: বৃহস্পতিবার আদালতে পেশ করার আগেই সেই আংটির কথা বলেন কুন্তল ঘোষ। তবে কি তিনি ঘুরিয়ে পার্থকে কটাক্ষ করতে চাইলেন?

Kuntal Ghosh: হাতে আংটি নেই, দেখুন ঘামাচি আছে, আদালতে পৌঁছেই বললেন কুন্তল
কুন্তল ঘোষ

Follow Us

কলকাতা : ‘আমার হাতে আংটি নেই’, একথা বলতে বলতেই এদিন প্রিজন ভ্যান থেকে আদালত চত্বরে নামেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ। হঠাৎ আংটি কথা কেন বললেন তিনি? আদালতে শুনানি শেষে বেরনোর সময় প্রশ্ন করা হলে তিনি জানান, কারও সম্পর্কে কিছু বলতে চাননি তিনি। শুধু তিনি যে প্রভাবশালী নন, সেটাই দেখানোর চেষ্টা করেছেন। বেরনোর সময়ও তিনি বারবার বলেন, ‘আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। দেখুন হাতে ঘামাচি ভর্তি।’

আংটি রহস্য বুঝতে গেলে ফিরতে হবে বুধবারের শুনানিতে। ইডি-র মামলার শুনানি চলাকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের হাতের আংটি নিয়ে প্রশ্ন তোলেন তদন্তকারী সংস্থার আইনজীবী। জেলবন্দি হওয়া সত্ত্বেও কীভাবে একজন আংটি পরে আছেন, সেই প্রশ্ন ওঠে। ফের একবার পার্থকে প্রভাবশালী তকমা দেওয়া হয়।

বৃহস্পতিবার আদালতে পেশ করার আগেই সেই আংটির কথা বলেন কুন্তল ঘোষ। তবে কি তিনি ঘুরিয়ে পার্থকে কটাক্ষ করতে চাইলেন? জবাবে কুন্তল বলেন, ‘আমি কাউকে কিছু বলিনি। কেন্দ্রীয় সংস্থা একটা আংটি থাকলেও বলছে প্রভাবশালী। তাই দেখালাম আমার হাতে আংটি নেই।’

সেই সঙ্গে কুন্তল ঘোষ আরও বলেন, ‘কেন্দ্রীয় সংস্থা আর বিজেপির মুখপাত্র একই। এবার বুঝুন কোন দিকে তদন্ত এগোচ্ছে।’ এদিন আদালতে কুন্তলের তরফে জানানো হয়েছে, কেউ তাঁকে জেলে গিয়ে হুমকি দিচ্ছে। কে দিচ্ছে হুমকি? কুন্তল বলেন, ‘পরে বলব।’

বুধবার আদালতে ইডি উল্লেখ করে, জেলে কোড পরিষ্কার করে বলে দিয়েছে, জুয়েলারি সঙ্গে থাকবে না। মেটালের ঘড়িও থাকবে না। স্মার্ট ওয়াচ থাকতে পারে। জুয়েলারি খুলে ফেলার পর কোন পদ্ধতিতে সেটা খুলে সংরক্ষণ করা হবে, সেটাও বলা আছে জেল কোডে। আইনজীবীর দাবি, এখানেই স্পষ্ট পার্থ কতটা প্রভাবশালী।

Next Article