নিউ ইয়র্ক: ঠিক যেন ভূমিকম্প! হঠাৎ করেই ভেঙে পড়ল দ্বিতল পার্কিং গ্যারেজের ছাদ। প্রথম তলের ছাদটিই ভেঙে হঠাৎ করে ভেঙে পড়ল। ফলে হুড়মুড়িয়ে পড়ে গেল একের পর এক গাড়ি। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের (New York) ম্যানাহাটন জেলায়। এই ঘটনায় ওই গ্যারেজে উপস্থিত ১ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ৫ জন। এছাড়া দামি-বিলাসবহুল বহু এসইউভি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। গোটা ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, গ্যারাজের ছাদের অর্ধেক অংশ ভাঙা। দেখে কে বলবে, এটা ঢালাই ছাদ! এছাড়া একের পর এক এসইউভি গাড়ির উপর পড়ে রয়েছে একাধিক গাড়ি। মনে হবে যেন, খেলনা গাড়ি একটার উপর আরেকটা জড়ো হয়ে পড়ে রয়েছে।
তবে ভূমিকম্প, ঝড়-বৃষ্টি ছাড়া হঠাৎ করে কী ভাবে গ্যারাজের ছাদটি ভেঙে পড়েছে, তা স্পষ্ট নয়। ঢালাই দুর্বল হওয়ার জন্য এরকম হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে কারণ যা-ই হোক, গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার এক প্রত্যক্ষদর্শীর কথায়, “যেন মনে হল পৃথিবীটা খুলে গেল। তারপর গ্যারাজের ভিতর একটা গাড়ির উপর আরেকটা গাড়ি এসে পড়ল।”
Due to an emergency response to a structural collapse, please avoid the area of Ann Street, between Nassau Street & William Street in lower Manhattan. pic.twitter.com/V3KxNZGXbt
— NYC Mayor’s Office (@NYCMayorsOffice) April 18, 2023
এদিন বিকাল ৪টে নাগাদ গ্যারাজের ঢালাই ছাদ সহ বহুতলটির বাঁদিকটি ভেঙে পড়েছে। ঘটনায় সেখানে উপস্থিত ৬ জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয় এবং বাকি ৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।