কলকাতা : হকের চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। মামলার পর মামলা হয়েছে, তারপরও সুরাহা হয়নি তাঁদের। সরকারের আশ্বাস হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। শুক্রবার দুপুরে হামাগুড়ি দিয়েই রাজভবনের পথে এগোতে থাকেন তাঁরা। তাঁদের দাবি, সরকার তাঁদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে। ৯-১০ বছর ধরে রাস্তায় বসে রয়েছেন তাঁরা, অথচ টাকা দিয়ে চাকরি করছেন অযোগ্যরা? এই প্রশ্ন তুলেই রাজভবনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। তবে হামাগুড়ি দিয়ে কিছুটা এগোনোর পরই পুলিশ গাড়িতে তুলে নেয় চাকরি প্রার্থীদের।
প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক, সব স্তরের চাকরি প্রার্থীরাই এদিন রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর উদ্যোগ নেন। তাঁদের দাবি, রাস্তায় দিনের পর দিন বসে থাকতে থাকতে তাঁদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, একথা বোঝাতে এভাবে হামাগুড়ি দিচ্ছেন তাঁরা। তাঁদের অবস্থার কথা জানাতে চান রাজ্যপালকে। এক চাকরি প্রার্থী বলেন, রাজ্যপালের হস্তক্ষেপ ছাড়া কোনও সুরাহা হওয়া সম্ভব বলে মনে হয় না। আর কোনও উপায় নেই। কেউ পরীক্ষা দিয়েছে, ২০০৯ সালে, কেউ ২০১৪ সালে।
পরে পুলিশ তাঁদের গাড়িতে তুলে নিলে প্রতিবাদ জানান প্রার্থীরা। তাঁরা বলেন, আমরা রাস্তায় হেঁটে, হামাগুড়ি দিয়েই রাজভবনে পৌঁছতে চেয়েছিলাম। পুলিশ আমাদের তুলে নিল। পরে তাঁদের রাজভবতনে পৌঁছে দেয় পুলিশ।
নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে কার্যত জেরবার রাজ্য সরকার। এসএসসি- প্রাথমিক পর্ষদের বিরুদ্ধে উঠেছে ভূরি ভূরি অভিযোগ। অনেক ক্ষেত্রে আদালতের নির্দেশে চাকরিও গিয়েছে অনেকের। তারপরও চাকরি মেলেনি অনেকের। আজও রাস্তায় বসে রয়েছেন অনেক যোগ্য প্রার্থী।