কলকতা: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার বিকালে প্রকাশিত হয়ে গেল। ISC ২০২২-এর দ্বাদশ শ্রেণীর ফল। এদিকে ইতিমধ্যেই আইসিএসই(ICSE) ও সিবিএসই-র(CBSE) ফল প্রকাশ হয়ে গিয়েছে। তারপর থেকেই অপেক্ষা চলছিল ISC ২০২২-এর দ্বাদশ শ্রেণীর ফলের। আগেই ঘোষণা হয়েছিল রবিবার বিকাল ৫টায় প্রকাশিত হবে ফল। ফল প্রকাশের পর দেখা গেল পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৩৮ শতাংশ। cisce.org ওয়েবসাইটে গিয়ে নিজের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
মেধাতালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এবারের পরীক্ষায় একযোগে প্রথম হয়েছেন তিন জন। তালিকায় রয়েছেন আনন্দিতা মিশ্র, উপাসনা নন্দী, হরিণি রামমোহন। তিনজনেই পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ নম্বর। অন্যদিকে এবারের মেধা তালিকায় জায়গা পেয়েছেন ১৫৪ জন। অন্যদিকে আইএসসি সূত্রে খবর, এবারে ছাত্রদের পাশের হার দাঁড়িয়েছে ৯৯.২৬ শতাংশ। তবে পাশের হারে ছেলেদের টপকে দিয়েছে মেয়েরা। তাঁদের পাশের হার দাঁড়িয়েছে ৯ প্রসঙ্গত এবারে আইএসসি ৪৯টি বিষয়ে লিখিত পরীক্ষা হয়েছিল। যার মধ্যে ১২টি ভারতীয় ভাষা এবং৯.৫২ শতাংশ। ৫টি বিদেশি ভাষা রয়েছে।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৪০ জন। তবে গোটা ভারতের মধ্যে দক্ষিণাঞ্চলেই সব থেকে ভাল ফল করেছে পরীক্ষার্থীরা। এই অঞ্চলে পাশের হার দাড়িয়েছে ৯৯.৮১ শতাংশ। একইসঙ্গে এ এলাকায় নজরকাড়া ফল করেছে মেয়েরাও। তাঁদের পাশের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। তবে মেধা তালিকায় চণ্ডীগড়, ছত্তিসগঢ়,, হরিয়ানা, হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ, নয়া দিল্লি এবং এনসিআর, পঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের পড়ুয়ারাই সবথেকে বেশি জায়গা করে নিয়েছেন। দক্ষিণের পাশাপাশি ভারতের পশ্চিমাঞ্চলের পড়ুয়াদের পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৫৮ শতাংশ। উত্তরাঞ্চলের ৯৯.৪৩ শতাংশ, পূর্বাঞ্চলের ৯৯.১৮ শতাংশ দাঁড়িয়েছে।