Partha Chatterjee: দুটি শাড়ি বিপণি সংস্থার সঙ্গে যোগ পার্থর, একটির মডেল অর্পিতা : সূত্র

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 24, 2022 | 6:26 PM

Partha Chatterjee: এরমধ্যে একটি শাড়ি বিপণি সংস্থার মডেল হিসাবে কাজ করতেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা।

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার ইডি-র(ED) নজরে শাড়ি বিপণি সংস্থা। দুটি টেক্সটাইল সংস্থার ডাইরেক্টরের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, শীঘ্রই এই দুই সংস্থার ডাইরেক্টরদের নোটিশ পাঠাতে পারে ইডি। এরমধ্যে একটি সংস্থা বারাসাতে রয়েছে, আর একটি রয়েছে গড়িয়াহাটে। সূত্রের খবর, এরমধ্যে একটি শাড়ি বিপণি সংস্থার মডেল হিসাবে কাজ করতেন অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee)। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা। গ্রেফতার করেছে ইডি। 

সূত্রের খবর, গড়িয়াহাটের বিপনি সংস্থার মডেল হিসাবে কাজ করতেন অর্পিতা। একইসঙ্গে বছর দুয়েক আগে দুর্গাপুজোয় পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল বারাসাতের সংস্থাটির উপস্থিতি। ইতিধ্যেই পার্থর সঙ্গে যোগাযোগ সংক্রান্ত ছবিও ইতিমধ্যে ইডি-র কাছে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দুই সংস্থার তরফে পার্থকে পাঠানো হত প্রচুর শাড়ি। এদিকে পার্থর যে একাধিক মহিলা সঙ্গের কথা শোনা যাচ্ছে তাঁদের কাছেই শেষ পর্যন্ত যেত এই সমস্ত শাড়ি? উঠছে প্রশ্ন। তবে শুধু শাড়ি নয়, প্রচুর ধুতি পাঞ্জাবিও পাঠানো হত পার্থকে।

প্রসঙ্গত, গ্রেফতারির পর শনিবারই পার্থকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। গতকালই তাঁকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে তারপরেই শারীরিক অসুস্থতা বাড়তে থাকে তাঁর। বর্তমানে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের এসি-১ কেবিনে ভর্তি রয়েছেন পার্থ। অন্যদিকে এদিন বিকালেই অর্পিতাকে তোলা হচ্ছে ব্যাঙ্কশাল কোর্টে। অন্যদিকে সূত্রের খবর, পার্থর নারী সঙ্গ নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পার্থর হাত ধরে ইডির মেমোতে মমতার নাম উঠে আসায় ক্ষোভ বেড়েছে তৃণমূলে শীর্ষ মহলে, এমনটাই খবর সূত্রের।

কলকাতা: নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার ইডি-র(ED) নজরে শাড়ি বিপণি সংস্থা। দুটি টেক্সটাইল সংস্থার ডাইরেক্টরের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, শীঘ্রই এই দুই সংস্থার ডাইরেক্টরদের নোটিশ পাঠাতে পারে ইডি। এরমধ্যে একটি সংস্থা বারাসাতে রয়েছে, আর একটি রয়েছে গড়িয়াহাটে। সূত্রের খবর, এরমধ্যে একটি শাড়ি বিপণি সংস্থার মডেল হিসাবে কাজ করতেন অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee)। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা। গ্রেফতার করেছে ইডি। 

সূত্রের খবর, গড়িয়াহাটের বিপনি সংস্থার মডেল হিসাবে কাজ করতেন অর্পিতা। একইসঙ্গে বছর দুয়েক আগে দুর্গাপুজোয় পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল বারাসাতের সংস্থাটির উপস্থিতি। ইতিধ্যেই পার্থর সঙ্গে যোগাযোগ সংক্রান্ত ছবিও ইতিমধ্যে ইডি-র কাছে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দুই সংস্থার তরফে পার্থকে পাঠানো হত প্রচুর শাড়ি। এদিকে পার্থর যে একাধিক মহিলা সঙ্গের কথা শোনা যাচ্ছে তাঁদের কাছেই শেষ পর্যন্ত যেত এই সমস্ত শাড়ি? উঠছে প্রশ্ন। তবে শুধু শাড়ি নয়, প্রচুর ধুতি পাঞ্জাবিও পাঠানো হত পার্থকে।

প্রসঙ্গত, গ্রেফতারির পর শনিবারই পার্থকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। গতকালই তাঁকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে তারপরেই শারীরিক অসুস্থতা বাড়তে থাকে তাঁর। বর্তমানে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের এসি-১ কেবিনে ভর্তি রয়েছেন পার্থ। অন্যদিকে এদিন বিকালেই অর্পিতাকে তোলা হচ্ছে ব্যাঙ্কশাল কোর্টে। অন্যদিকে সূত্রের খবর, পার্থর নারী সঙ্গ নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পার্থর হাত ধরে ইডির মেমোতে মমতার নাম উঠে আসায় ক্ষোভ বেড়েছে তৃণমূলে শীর্ষ মহলে, এমনটাই খবর সূত্রের।

Next Article