Rishabh Pant: ‘এবার বিশ্রাম দেওয়া হোক ঋষভ পন্থকে’

শেষ ১৩ ইনিংসে ঋষভের পারফরম্যান্স প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। মাত্র ২৫০ রান করেছেন শেষ ১৩ ইনিংসে। রয়েছে মাত্র ১টি হাফ সেঞ্চুরি। শেষ ৭টি টেস্ট ম্যাচের মধ্যে ৬টি ইনিংসেই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি ঋষভের ব্যাট।

Rishabh Pant: 'এবার বিশ্রাম দেওয়া হোক ঋষভ পন্থকে'
ঋষভকে একহাত মদনলালের
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2022 | 11:11 AM

নয়াদিল্লিঃ ৮, ৩৪, ১৭,০। দক্ষিণ আফ্রিকার(SOUTH AFRICA) বিরুদ্ধে ২টি টেস্টের চার ইনিংসে ঋষভ পন্থের (RISABH PANT)রান এরকম। সমালোচনার ঝড় বইছে সর্বত্র। এত সুযোগ পাওয়ার পরও ভারতীয় দলের উইকেটরক্ষকের ব্যাট হাতে এই কুৎসিত পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেটমহলের একাংশ। এবার একধাপ এগিয়ে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় তারকা মদনলালের(MADANLAL) প্রেসক্রিপশন- অনেক হয়েছে, এবার বিশ্রাম দেওয়া হোক ঋষভকে। যা পন্থ বিতর্কে নতুন ইন্ধন যোগাচ্ছে অবশ্যই।

তরুণ এই উইকেটকিপারকে নিয়ে গত কয়েকবছর ধরে তো আগ্রহ কম নেই। বিরাট কোহলির রাজ্যের এই উইকেটরক্ষক কম সুযোগও পাননি। বিশেষত টেস্ট ক্রিকেটে। কিন্তু বেশিরভাগ সময়ই লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে ব্যর্থতার পদাবলীই রচনা করেছেন ঋষভ। যার নবতম সংযোজন দক্ষিণ আফ্রিকা সিরিজ। আর এহেন ঋষভের পারফরম্যান্স দেখে বঙ্গ ক্রিকেটমহল তো ঝাঁঝালো স্বরে দাবি তুলেই চলেছে, ঋদ্ধিমানকে ফেরানো হোক অবিলম্বে।

বাংলা ক্রিকেটমহলের সঙ্গে সুরে সুর মেলালেন এবার মদনলাল।৮৩’র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য মদনলাল বলেন , “ঋষভকে এবার বিশ্রাম দিতেই হবে। ওর একটা ব্রেক চাই। তোমার হাতে যখন রয়েছে ঋদ্ধিমান সাহার মত একজন উইকেটরক্ষক।ঋদ্ধি একজন ভালমানের ব্যাটার। ভাল উইকেটরক্ষকও বটে। সময় এসেছে, পন্থকে ঠিক করতে হবে কিভাবে টেস্ট ক্রিকেটে ব্যাট করা উচিত।যদি এই ফর্ম্যাটে ব্যাটিং নিয়ে তাঁর মধ্যে কোনও দ্বন্ধ থাকে, তবে তাঁকে ব্রেক দেওয়া উচিত।ম্যাচ উইনিং ক্রিকেটার পন্থ। তার মানে এই নয়, এই ঢঙে তুমি টেস্ট ক্রিকেটে ব্যাটিং করবে।নিজের জন্য নয়, ব্যাটিং করতে হয় দলের স্বার্থে।”

মদনলালের এই সমালোচনাতেই স্পষ্ট, কতটা বিরক্ত তিনি ঋষভ পন্থের এই কান্ডজ্ঞানহীন টেস্ট ব্যাটিং দেখে। অথচ গত বছরের শুরুতেও ব্যাট হাতে এত হতশ্রী পারফরম্যান্স ছিল না ঋষভের। অস্ট্রেলিয়া সফরে দুটো দুর্দান্ত ইনিংস এসেছিল ঋষভের ব্যাট থেকে। গাব্বা টেস্টে ৮৯ রানংর ম্যাচ জেতানো ইনিংস তো আঅজও ঘোরে লোকের মুখে মুখে। সিডনি টেস্টেও করেছিলেন ৯৭ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটার ঋষভের দাপট ছিল নজরকাড়া। ৪ ম্যাচে ২৭০ রান। গড় ৫৪। ঋষভের এই পারফরম্যান্সই তো জাতীয় দলে কোনঠাসা করে দিয়েছিল বাংলার ঋদ্ধিমানকে।

তবে শেষ ১৩ ইনিংসে ঋষভের পারফরম্যান্স প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। মাত্র ২৫০ রান করেছেন শেষ ১৩ ইনিংসে। রয়েছে মাত্র ১টি হাফ সেঞ্চুরি। শেষ ৭টি টেস্ট ম্যাচের মধ্যে ৬টি ইনিংসেই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি ঋষভের ব্যাট। ফলে সমালোচনা যে শুরু হবে, এ আর নতুন কি। আর এবার প্রশ্ন উঠছে, কতদিন আর বসে থাকবেন ঋদ্ধিমান সাহা? যেই প্রশ্ন তুলে দিলেন খোদ মদনলালও।