Jhalda Municipality: তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই বন্ধ টাকা, হাইকোর্টে হাজির ঝালদার ৭ কাউন্সিলর

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 31, 2023 | 6:30 PM

Jhalda Municipality: রাজ্যের তরফ থেকে জানানো হয়, পুরসভায় টাকা দেয় স্টেট আর্বান ডেভলপমেন্ট এজেন্সি। তাই তারাই বলতে পারবে যে টাকা দেওয়া হচ্ছে কি না।

Jhalda Municipality: তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই বন্ধ টাকা, হাইকোর্টে হাজির ঝালদার ৭ কাউন্সিলর
ঝালদা পুরসভা।

Follow Us

গত পুরসভা নির্বাচনের পর থেকে বারবার শিরোনামে এসেছে ঝালদা পুরসভা। ক্ষমতার লড়াই চলেছে শাসক ও বিরোধী দলের মধ্যে। দীর্ঘ টানাপোড়েনের পর সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস। কিন্তু এবার শুরু হয়েছে অন্য এক সমস্যা। টাকা আসছে না পুরসভায়। পুরসভা শাসক দলের হাতছাড়া হওয়ার পর থেকে বিভিন্ন স্কিমের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই টাকা পেতেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ঝালদার ৭ কাউন্সিলর।

আজ বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। মামলাকারীদের তরফে আইনজীবী কৌস্তুভ বাগচি এদিন আদালতে জানান, শাসক দলের হাত থেকে পুরসভা চলে যাওয়ার পর থেকেই টাকা দেওয়া হচ্ছে না। এ কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, তবে পুরসভা চলছে কীভাবে? আইনজীবী জানান, পুরসভার তরফ থেকে একাধিকবার টাকা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। কিন্তু রাজ্য কোনও উত্তর দেয়নি। টাকা প্রত্যাহার করার কোনও নথি আছে কি না, তা দেখতে চান বিচারপতি সিনহা।

রাজ্যের তরফ থেকে জানানো হয়, পুরসভায় টাকা দেয় স্টেট আর্বান ডেভলপমেন্ট এজেন্সি। তাই তারাই বলতে পারবে যে টাকা দেওয়া হচ্ছে কি না। অভিযোগ, ঝালদা পুরসভায় “হাউসিং ফর অল” স্কিমের টাকা বন্ধ করেছে রাজ্য।

উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনের পর পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেসের পুরপ্রতিনিধি তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। এরপর উপ পুরপ্রধান হন তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু। তারপরও ওই পুরসভার ক্ষমতা ফিরে পেতে বারবার বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে তৃণমূল। এমনই অভিযোগ কংগ্রেসের। গত জুলাই মাসে কংগ্রেস অভিযোগ তুলেছিল, পুরপ্রধান-সহ কংগ্রেসের কয়েকজন কাউন্সিলরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল দলবদল করাতে। তবে তৃণমূল সেই অভিযোগকে গুরুত্ব দেয়নি।

Next Article