Manik Bhattacharya arrested: ‘এখন পর্যন্ত যত গ্রেফতার হয়েছে, তাঁদের থেকে বেশি দুর্নীতিপরায়ণ মানিক’, বলছেন বিধায়কের এলাকার একাংশ

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Oct 12, 2022 | 4:06 PM

Manik Bhattacharya arrested: খোঁজ নিতে TV9 বাংলা পৌঁছে গিয়েছিল পলাশীপাড়াতে। গ্রামে এখন থমথমে একটা ব্যাপার। মোড়গুলিতে অত্যুৎসাহী বাসিন্দাদের ভিড়। চায়ের দোকানে জোর চর্চা।

Manik Bhattacharya arrested:  ‘এখন পর্যন্ত যত গ্রেফতার হয়েছে, তাঁদের থেকে বেশি দুর্নীতিপরায়ণ মানিক’, বলছেন বিধায়কের এলাকার একাংশ
ফুঁসছে পলাশীপাড়া

Follow Us

নদিয়া: মানিক ভট্টাচার্য আপাতত ইডি-র জালে। তিনি পলাশীপাড়ার বিধায়ক। কালীগঞ্জ থানার ঘড়াইক্ষেত্র তাঁর পৈত্রিক ভিটে। তাঁকে অনেকটাই কাছ থেকে দেখেছেন সেখানকার মানুষ। মানিকের গ্রেফতারির পর কী বলছেন তাঁরা? খোঁজ নিতে TV9 বাংলা পৌঁছে গিয়েছিল পলাশীপাড়া ও তাঁর পৈত্রিক ভিটেতে। গ্রামে এখন থমথমে একটা ব্যাপার। মোড়গুলিতে অত্যুৎসাহী বাসিন্দাদের ভিড়।

মানিক গ্রেফতারিতে আজ সোচ্চার সেখানকার বাসিন্দারা। প্রকাশ্যেই ক্যামেরার সামনে মুখ খুলেছেন তাঁরা। কেউ দ্বিধাবোধ করেননি কিছুটাও। বছর ষাটেকের এক ব্যক্তি বললেন, “এই গ্রেফতারি অনেক আগে প্রয়োজন ছিল। যাঁরা এখনও পর্যন্ত দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন, তাঁদের থেকেও বেশি দুর্নীতি গ্রস্ত মানিক ভট্টাচার্য। কারণ শিক্ষা নিয়ে দুর্নীতি করেছেন। এখানে মিড ডে মিলে বাজে খাবার, বাজে কাপড় দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কি কোনওভাবে মেনে নেওয়া যায়? এখানকার স্কুলগুলিতে যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়েছে,তাঁরা অযোগ্য।”

কেউ আবার বলছেন, দুর্নীতিতে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। যাতে আর কেউ এমন কাজ করতে না পারেন। দেখেই ভয় পায়। আরেক বাসিন্দা বললেন, “টেট যারা দিয়েছিলেন, যথাযথ প্রার্থীদের নিয়োগ করা হয়নি। এখানে স্কুলগুলোতে ভাল শিক্ষকই নেই। শাস্তি এমন হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন দুর্নীতি করতে ভয় পান।”

আবার আরেক জন বলছেন, “আইনের ব্যাপারটা বলতে পারব না। তবে মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন, গোটা গ্রাম ভারাক্রান্ত। রাস্তা, স্কুল তাঁরই অবদান।”

যখন মানিকের খোঁজে ইডি আধিকারিকরা তাঁর পলাশীপাড়ার পৈত্রিক ভিটেতে যাতায়াত শুরু করেন, তখন থেকে কানাঘুষো শুরু হয়েছিল বাসিন্দাদের মধ্যে। তবে নিয়োগ দুর্নীতিতে সোমবার গ্রেফতারির পর এবারে প্রকাশ্যেই মুখ খুলছেন অনেকে। নাকাশিপাড়া বিধানসভার কালীগঞ্জ ব্লকের রাজারামপুর পঞ্চায়েতের ঘোড়ায়ক্ষেত্র গ্রামে পৈতৃক বাড়ি রয়েছে মানিকের। হালকা গোলাপি রঙা বাড়িটা গোটাটাই পাঁচিল ঘেরা। সেটা তালাবন্ধ। অগস্টের প্রথম সপ্তাহ থেকেই সেই বাড়িতে আর দেখা মেলেনি মানিকের। আজ তাঁর গ্রেফতারিতে সোচ্চার তাঁরই ভিটের বাসিন্দারা।

Next Article