Morocco Earthquake: ভয়াবহ ভূমিকম্পের ঠিক আগে মরক্কোর আকাশে দেখা গয়েছিল রহস্যময় আলো! কিসের ইঙ্গিত?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 14, 2023 | 6:28 AM

Morocco Earthquake: এখনও পর্যন্ত কোনও গবেষণাতেই এই বিদ্যুৎ ঝলকের কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। সাধারণত ভূমিকম্পের সময় বা তার আগে আলোর ঝলক দেখা যায়, তারপরে সাধারণত দেখা যায় না। ইউনাইটেট স্টেট জিওলজিক্যাল সার্ভে এই ধরনের ঘটনাকে শিট লাইটিং বলে অভিহিত করে থাকে।

Morocco Earthquake: ভয়াবহ ভূমিকম্পের ঠিক আগে মরক্কোর আকাশে দেখা গয়েছিল রহস্যময় আলো! কিসের ইঙ্গিত?
মরক্কোয় ভূমিকম্পে মৃত বহু
Image Credit source: PTI

Follow Us

মরক্কো: সম্প্রতি এক ভয়াবহ ভূমিকম্পে কার্যত শ্মশানপুরীর চেহারা নিয়েছে মরক্কো। প্রায় তিন হাজার মানুষের মানুষের মৃত্যু হয়েছে সে দেশে। আহত হয়েছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। গত শুক্রবার সেই ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি এলাকার মানুষের মন থেকে। ঘটনার চার দিন পর সামনে এল এক নতুন তথ্য। ওই কম্পনের আগেই নাকি মরক্কোর আকাশে দেখা গিয়েছিল এক অদ্ভুত আলোর ঝলকানি। সেই আলোর মধ্যেই কি লুকিয়ে ছিল ভূমিকম্পের ইঙ্গিত? এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।

মরক্কোতেই অবশ্য প্রথমবার নয়, আগেও অনেক জায়গায় ভূমিকম্পের ক্ষেত্রে এমন বিদ্যুতের ঝলক দেখা গিয়েছে। এর সঙ্গে কম্পনের কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়েও রয়েছে বিতর্ক। মরক্কোর ঘটনার পর ফের সামনে এসেছে সেই প্রশ্ন। বিজ্ঞানীরা মনে করেন, এই ধরনের আলোর সঙ্গে ভূকম্পের সম্পর্ক যদি প্রমাণ করা যায়, তাহলে পূর্বাভাস দেওয়ার কাজ অনেক সহজ হয়ে যাবে।

এখনও পর্যন্ত কোনও গবেষণাতেই এই বিদ্যুৎ ঝলকের কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। সাধারণত ভূমিকম্পের সময় বা তার আগে আলোর ঝলক দেখা যায়, তারপরে সাধারণত দেখা যায় না। ইউনাইটেট স্টেট জিওলজিক্যাল সার্ভে এই ধরনের ঘটনাকে শিট লাইটিং বলে অভিহিত করে থাকে।

যেহেতু ভূকম্পনের কোনও পূর্বাভাস হয় না, তাই এই ধরনের গবেষণার ক্ষেত্রেও রীতিমতো সমস্যায় পড়তে হয় বিজ্ঞানীদের। মূলত সাধারণ মানুষের স্মৃতির ওপর ভরসা করেই গবেষণা করতে হয়। কেউ ক্যামেরা বা মোবাইলে ঘটনার মুহূর্তের ছবি বন্দি করে রাখলে, সেটাও খতিয়ে দেখা হয়। তাই এই আলোক-দ্যুতির সঙ্গে ভূমিকম্পের আদৌ কোনও সম্পর্ক আছে কি না, তা খুঁজে বের করা বেশ কঠিন।

Next Article