Road accident: প্রতি ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয় হেলমেট না পরায়: কেন্দ্রের রিপোর্ট

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 02, 2023 | 6:29 PM

Road Transport and Highways ministry: পথ দুর্ঘটনা ঠেকাতে অবশ্য বিশেষ তৎপর কেন্দ্রীয় মন্ত্রক। রাস্তা পরিকাঠামো ঠিক করার পাশাপাশি বেপরোয়া গাড়ি চালনা ঠেকাতে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যৌথভাবে পথ দুর্ঘটনা ঠেকাতে একাধিক পদক্ষেপ করছে।

Road accident: প্রতি ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয় হেলমেট না পরায়: কেন্দ্রের রিপোর্ট
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দেশে পথ দুর্ঘটনার হার অনেকটাই বেড়েছে। গত এক বছরে দেশে পথ দুর্ঘটনার (Road accidet) হার প্রায় ১২ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবেই পথ দুর্ঘটনায় মৃত্যুর হারও বেড়েছে। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। পথ দুর্ঘটনার হার বাড়ার অন্যতম কারণ, বেপরোয়াভাবে ও দ্রুত গতিতে গাড়ি চালনা। যা যথেষ্ট উদ্বেগজনক।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের রিপোর্ট অনুসারে, ২০২২ সালে দেশে পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে ৪,৬১,৩১২টি। ২০২১ সালে এই সংখ্যা ছিল, ৪,১২,৪৩২। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে পথ দুর্ঘটনার হার বেড়েছে ১১.৯ শতাংশ। ২০২২ সালে পথ দুর্ঘটনার জেরে মোট ১,৬৮,৫৯১ জনের মৃত্যু হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ৯.৪ শতাংশ বেশি। এছাড়া ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী. দেশে পথ দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন ৪,৪৩,৩৬৬ জন, গত বছরের তুলনায় ১৫.৩ শতাংশ বেশি। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রিপোর্টের প্রেক্ষিতেই এই রিপোর্ট তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্টে উল্লিখিত, এক বছরে পথ দুর্ঘটনার হার প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ, বেপরোয়াভাবে গাড়িচালনা। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে বিপরীত দিকে গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা ৭১.২ শতাংশের মৃত্যু হয়েছে এবং মদ্যপান করে গাড়ি চালানোর ফলে ১০ হাজার দুর্ঘটনা ঘটেছে বলে কেন্দ্রীয় রিপোর্টে উঠে এসেছে। এছাড়া সিটবেল্ট না বেঁধে গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়েও ১৬.৭১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কেবল বাইক দুর্ঘটনার জেরে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে, ২০২২ সালে দেশে প্রতি ঘণ্টায় পথ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে হেলমেট না পরে বাইক দুর্ঘটনায় প্রতি ঘণ্টায় ৬ জনের এবং সিটবেল্ট না পরার জন্য প্রতি ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লিখিত।

পথ দুর্ঘটনা ঠেকাতে অবশ্য বিশেষ তৎপর কেন্দ্রীয় মন্ত্রক। রাস্তা পরিকাঠামো ঠিক করার পাশাপাশি বেপরোয়া গাড়ি চালনা ঠেকাতে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যৌথভাবে পথ দুর্ঘটনা ঠেকাতে একাধিক পদক্ষেপ করছে। পুলিশি নজরদারি বাড়ানো, পথ নিরাপত্তার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা, হেলমেটের ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া-সহ একাধিক পদক্ষেপ করছে।

Next Article