ইসলামাবাদ: পাকিস্তানে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জঙ্গি হামলায় (Terror attack) উত্তপ্ত হয়ে উঠছে বালুচিস্তান (Balochistan)। বলা যায়, একেবারে নির্বাচন কমিশনের অফিস থেকে নির্বাচনী প্রচারের মিছিল, প্রার্থী ও তাঁদের অফিস জঙ্গিদের নিশানা হয়ে উঠেছে। এবার এক পিপিপি প্রার্থীর বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। শুক্রবারের এই হামলায় গুরুতর জখম হয়েছেন ৬ জন। তবে গত কয়েকদিনে বালুচিস্তানে জঙ্গি হামলায় ২ ডজনেরও বেশি জঙ্গি হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন ২৮ জন।
পুলিশ সূত্রে খবর, কালাট শহরের মুঘলসরাই এলাকায় পিপিপি প্রার্থী মীর আব্দুল রাউফ রিন্দের বাড়ি নিশানা করে শুক্রবার গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ৩ পিপিপি কর্মী গুরুতর জখম হয়েছেন। বরাত জোরে বেঁচে গিয়েছেন মীর। এই ঘটনা নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পরই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন মীর। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে পদক্ষে করারও আবেদন জানিয়েছেন তিনি।
অন্যদিকে, নির্বাচনী মিছিল থেকে প্রার্থীদের নিশানা করে একের পর এক জঙ্গি হামলার ঘটনা রাজনৈতিক দলগুলির উদ্বেগ বাড়িয়েছে। ঝুঁকি এড়াতে জামিয়ত উলেমা-ই-ইসলাম (এফ) এবং পাকিস্তান মুসলিম লিগ-এন যৌথভাবে তাদের নির্বাচনী মিছিল বাতিল করার কথা ঘোষণা করেছে।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বালুচিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। গত মাসে বালুচিস্তানের ৯টি জেলায় ১৫টি বিস্ফোরণ হয়। মূলত, নির্বাচনী মিছিল, প্রার্থীদের বাড়ি-অফিস থেকে শুরু করে নির্বাচন কমিশন চত্বরেও বিস্ফোরণ ঘটানো হয়।