Arvind Kejriwal: ৫ বার সমন এড়িয়েছেন, কেজরীর বিরুদ্ধে দিল্লি আদালতে মামলা ইডি-র

Sukla Bhattacharjee |

Feb 03, 2024 | 8:56 PM

ED Summons: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অরবিন্দ কেজরীবালের। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ২ নভেম্বর প্রথম তাঁকে তলব করে নোটিস পাঠায় ইডি। কেজরীবাল সেই তলব উপেক্ষা করলে তাঁকে ২১ ডিসেম্বর তলব করা হয়। কিন্তু, সেটাও এড়িয়ে যান আপ প্রধান। এরপর চলতি বছরের ৩ ও ১৮ জানুয়ারি এবং শেষে ২ ফেব্রুয়ারি তলব করে আরও ৩টি নোটিস পাঠানো হয় অরবিন্দ কেজরীবালকে। কিন্তু, সবকটি তলব এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরীবাল।

Arvind Kejriwal: ৫ বার সমন এড়িয়েছেন, কেজরীর বিরুদ্ধে দিল্লি আদালতে মামলা ইডি-র
অরবিন্দ কেজরীবাল।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: পরপর ৫ বার ইডি-র সমন এড়িয়েছেন। তবে রেহাই নেই। এবার আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মামলা দায়ের করেছে। আগামী বুধবার ইডি-র এই মামলা শুনবে আদালত।

চারবারের নোটিস উপেক্ষা করার পর গত শুক্রবার, ২ ফেব্রুয়ারি অরবিন্দ কেজরীবালকে হাজিরা দেওয়ার নোটিস দিয়েছিল ইডি। এটা ইডি-র পাঠানো পঞ্চম নোটিস ছিল। কিন্তু, এবারেও তিনি সেই নোটিস উপেক্ষা করেন। তার প্রেক্ষিতেই ২৪ ঘণ্টা পর, শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অভিযোগ, আবগারি দুর্নীতি মামলার তদন্তে অরবিন্দ কেজরীবালকে বারবার তলব করলেও তিনি হাজিরা দিচ্ছেন না। তাই সরকারি কর্মী হয়েও ইডি-র সমন না মানার জন্য ১৭৪ ধারা অনুযায়ী কেজরীবালের বিরুদ্ধে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলা দায়ের করেছে ইডি। এবার আদালত কী রায় দেয়, সেটাই দেখার।

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অরবিন্দ কেজরীবালের। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ২ নভেম্বর প্রথম তাঁকে তলব করে নোটিস পাঠায় ইডি। কেজরীবাল সেই তলব উপেক্ষা করলে তাঁকে ২১ ডিসেম্বর তলব করা হয়। কিন্তু, সেটাও এড়িয়ে যান আপ প্রধান। এরপর চলতি বছরের ৩ ও ১৮ জানুয়ারি এবং শেষে ২ ফেব্রুয়ারি তলব করে আরও ৩টি নোটিস পাঠানো হয় অরবিন্দ কেজরীবালকে। কিন্তু, সবকটি তলব এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরীবাল। পাল্টা ইডি-র বিরুদ্ধে তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাঁকে বারবার তলব করা হচ্ছে। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Next Article