লোনাভালা: রামভক্ত হনুমান। রামায়ণে হনুমানের রামভক্তির কথা কারও অজানা নয়। রাম ও হনুমান সম্পর্কে একাধিক গল্প প্রচলিত রয়েছে। তাই রামের সবচেয়ে বড় ও একনিষ্ঠ ভক্ত হিসাবে হনুমানও পূজিত হয় পুণ্যার্থীদের কাছে। তাদের বিশ্বাস, যেখানে রাম বিরাজ করছে সেখানেই হনুমান রয়েছে। আরও ভালভাবে বলা যায়, রামের দ্বারে প্রবেশ করতে হলে হনুমানের অনুমতি প্রয়োজন। রাম, লক্ষ্মণ, সীতার সঙ্গে হনুমান না থাকলে যেন ছবি সম্পূর্ণ হয় না। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরদিনই এক হনুমানকে মন্দিরের গেটে এসে বসতে দেখা গিয়েছিল। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছিল। এবার আরও এক হনুমানের রামভক্তির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে হনুমানটি কেবল মন্দিরের গেটে এসে বসেনি, কলা-সহ অন্যান্য প্রিয় খাবার ছেড়ে সোজা রামের বেদিতে উঠে মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করছে। যা দেখে অবাক সকলে।
ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মন্দিরে ভগবান রামের পুজো চলছে। হঠাৎ করেই অনাহূত অতিথির মতো সেখানে আগমন ঘটে এক আস্ত হনুমানের। বন্য প্রাণীটিকে দেখে অস্বস্তিতে পড়ে যান সেখানে উপস্থিত পুরোহিত থেকে ভক্তরা। কিছুটা ভীত ও অপ্রস্তুত হয়েই তাঁরা হনুমানটির সামনে থেকে সরে যান। হনুমানটি পুজোর জায়গায় কয়েক সেকেন্ড বসার পর সোজা উঠে যায় রামের বেদিতে। নৈবেদ্য হিসাবে সাজানো কলা, অন্যান্য ফল বা খাবারের কিছুতেই মুখ দেয়নি সে। রামের মূর্তির সামনে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে সে। তারপর হঠাৎ করেই রামের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করে। এরপর সে চলে যায়।
হনুমানের এই কর্মকাণ্ডের ঘটনাটি অযোধ্যায় নয়, মহারাষ্ট্রের লোনাভালার রাম মন্দিরের। যেদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়, সেই ২২ জানুয়ারি তারিখেই লোনাভালার রাম মন্দিরে হনুমানের এই কর্মকাণ্ড হয় বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন এক নেটিজেন। তারপর এই ভিডিয়োটি ভাইরাল হতে সময় লাগেনি।
On the day of consecration of Ramalla in Ayodhya on 22 Jan 2024, a monkey
visited the Shri Ram Temple in Lonavala, Maharashtra.
The monkey who came to the temple did not touch the bananas and anything given to eat, he quickly sat near Shri Ram, touched the feet of Lord Shri… pic.twitter.com/9NdVp2wa7C— SK Chakraborty (@sanjoychakra) January 31, 2024