ব্যাঙ্কক: স্বল্প খরচে বিদেশ ভ্রমণের জন্য ভারতীয়দের অনেকেরই প্রথম পছন্দ ব্যাঙ্কক-পাটায়া। পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম দুই পছন্দের শহর হল এগুলি। বিদেশে ঘুরতে গিয়ে দেদার হুল্লোড়, আমোদ-ফুর্তির কথা মাথায় এলেই সঙ্গে সঙ্গে ঘুরেফিরে আসে ব্যাঙ্কক-পাটায়ার নাম। সারা বছর এখানে ভারতীয় পর্যটকদের ভিড় লেগে থাকে। কিন্তু এবার শীঘ্রই কড়া আইন আনতে চলেছে থাইল্যান্ড সরকার। ব্যাঙ্ককে গিয়ে আর ফুর্তির জন্য যথেচ্ছ গঞ্জিকা সেবন করা যাবে না, সে দিন আর বেশি দূরে নেই। মঙ্গলবারই থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, বিনোদনের জন্য গঞ্জিকা সেবন বন্ধ করতে জরুরি ভিত্তিতে একটি বিল পেশ করতে চলছে থাইল্যান্ড সরকার।
প্রসঙ্গত, ২০২২ সালেই গঞ্জিকা সেবনের ‘সরকারি ছাড়পত্র’ পেয়েছিল থাইল্যান্ড। তখনকার সরকার নিষিদ্ধ মাদকের তালিকা থাকে গাঁজাকে বাদ দিয়েছিল। কিন্তু এরপর যে পরিস্থিতি তৈরি হয়, তা সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছিল থাই সরকারকে। গোটা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠতে শুরু করে গাঁজার ডিসপেনসারি। সবথেকে বেশি ব্যাঙ্কক শহরে, প্রায় কয়েকশো। এমন অবস্থায় বিভিন্ন মহল থেকে সমালোচনায় বিদ্ধ হতে শুরু করেছিল থাই সরকার। দাবি উঠতে শুরু করেছিল,যাতে গাঁজার বিষয়ে কঠোর আইন আনা হয়। আর এই বিষয়টি যে বেশ অস্বস্তিতেই ফেলছিল থাই সরকারকে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এসবের মধ্যেই মঙ্গলবার থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন, নতুন বিলের মাধ্যমে তাদের দেশে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার নিষিদ্ধ করা হবে। আগামী সপ্তাহেই থাইল্যান্ডের মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এই বিল আইনে পরিণত হওয়ার পর, শুধুমাত্র চিকিৎসা ও ওষুধের জন্যই গাঁজা ব্যবহারের অনুমতি থাকবে থাইল্যান্ডে। এখানে উল্লেখ করা প্রয়োজন গত সপ্তাহের শেষের দিকেই বিশ্ব বিখ্যাত রক ব্যান্ড কোল্ড প্লে-র এক কনসার্ট হয়েছিল ব্যাঙ্ককে। সেখানেও ভিড়ের মধ্যে থেকে গাঁজার মতো গন্ধ আসছিল বলে অনেকেই অভিযোগ তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়।