King Charles: ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা কিং চার্লস, আরোগ্য কামনা করে টুইট মোদীর

Sukla Bhattacharjee |

Feb 06, 2024 | 11:29 AM

Buckingham Palace: ৭৫ বছর বয়সি কিং চার্লস গত মাসে প্রস্টেটের সমস্যা নিয়ে তিনদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময়ই মনে করা হয়েছিল, চার্লস প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। তারপর তাঁর অন্য কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, কিং চার্লস ক্যান্সারে আক্রান্ত।

King Charles: ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা কিং চার্লস, আরোগ্য কামনা করে টুইট মোদীর
কিং চার্লস-৩ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Follow Us

লন্ডন: ব্রিটেনের রাজা কিং চার্লস ক্যান্সারে আক্রান্ত। সিংহাসনে বসার ৬ মাসের মধ্যেই মারণব্যাধিতে আক্রান্ত হয়েছেন তিনি। বাকিংহাম প্যালেসের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। এদিকে, বাবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়েই প্রিন্স হ্যারি ব্রিটেনে আসার পরিকল্পনা করছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। কিং চার্লসের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

বাকিংহাম প্যালেসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ৭৫ বছর বয়সি কিং চার্লস গত মাসে প্রস্টেটের সমস্যা নিয়ে তিনদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময়ই মনে করা হয়েছিল, চার্লস প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। তারপর তাঁর অন্য কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, কিং চার্লস ক্যান্সারে আক্রান্ত। তবে তিনি ঠিক কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত তা স্পষ্ট করেনি বাকিংহাম।

বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কিং চার্লস। চিকিৎসকেরা তাঁকে আপাতত সমস্ত কাজ স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। তবে তাঁর চিকিৎসায় দ্রুত পদক্ষেপ করার জন্য চিকিৎসক-সহ হাসপাতালের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ব্রিটেনের রাজা। তাঁর চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণভাবে কাজে ফেরার জন্য তিনি উন্মুখ বলেও জানিয়েছেন প্রিন্স চার্লস।

এদিকে, তারকা স্ত্রী মেঘান মার্কেলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেই ঘর বেঁধেছেন প্রিন্স হ্যারি। তবে প্রিন্স চার্লসের অসুস্থতার খবর পেয়েই দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। ইতিমধ্যে প্রিন্স হ্যারি এবং মেঘান মার্কেলের সঙ্গে কিং চার্লসের ফোনে কথা হয়েছে বলেও সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, মাত্র ৬ মাস আগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লসের আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজপরিবারের সিংহাসনে বসার প্রক্রিয়া শুরু হয়। তারপর গত ৮ সেপ্টেম্বরে সিংহাসনে মাথায় ক্রাউন পরিয়ে তাঁকে রাজার স্বীকৃতি দেওয়া হয়। সেই রাজ্যভিষেক হওয়ার ৬ মাসের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হলেন কিং চার্লস।

Next Article