T20 World Cup: বিশ্বকাপে ওপেনার কিষাণকে চাইছেন বিরাট

Prantik Deb |

Oct 09, 2021 | 2:48 PM

বিরাটের (Virat Kohli) বার্তাতেই যেন অনুপ্রাণিত হয়ে উঠেছেন ঈষাণ কিষাণ (Ishan Kishan)। বিরাট বার্তার পর থেকেই যেন দুরন্ত ছন্দে পাওয়া যাচ্ছে তাঁকে। বিরাটকে স্বস্তি দিয়ে ফর্মে ফিরেছেন সূর্ষকুমার যাদবও (Suryakumar yadav)।

T20 World Cup: বিশ্বকাপে ওপেনার কিষাণকে চাইছেন বিরাট
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে শেষে বিরাট বার্তা ইষণকে সৌ: আইপিএল

Follow Us

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ভারতীয় দল ঘোষণার পর সবার মনেই একটা প্রশ্ন ছিল, একই দলে তিনজন উইকেটকিপার কেন? ঋষভ আছেন, কেএল রাহুলও (KL Rahul) এখন কিপারের কাজটা ভালই সামলাচ্ছেন। জাতীয় দল বা আইপিএলের পঞ্জাব কিংস দু’ক্ষেত্রেই সেটা দেখা গেছে। তাহলে তৃতীয় কিপার ঈষাণ কিষাণের (Ishan Kishan) প্রয়োজনটা কি? এতদিনে বিষটা খোলসা হল। রহস্যের পর্দা তুললেন ঈষণ নিজেই। ”তোমাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে ওপেনারের ভূমিকায়।” বিরাট কোহলি (Virat Kohli) এই কথা বলেছেন ঝাড়খন্ডের উইকেটকিপারকে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ বারের আইপিএলটা (IPL) একেবারেই ভালো যায়নি তরুণ এই ক্রিকেটারের। তবে স্বস্তির কথা একটাই, শেষ দুটি ম্যাচে ফর্মে ফিরেছেন তিনি। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে ঝড় তুলেছেন ব্যাটে। আইপিএল অভিযান শেষে বিশ্বকাপের দলে নিজের ভূমিকা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ঈষাণ।

 

 

বিশ্বকাপের ভারতীয় দলে টপ অর্ডার ব্যাটসম্যান অনেক। ওপেনিং জুটি হিসেবে দেখা যেতে পারে রোহিত-রাহুল, রোহিত-ঈষাণ, রোহিত-বিরাট। এখন প্রশ্ন, ওপেন করবে কোন জুটি? ওপেনার হিসেবে রোহিত নিশ্চিত। তার সঙ্গী কে? রাহুল মিডল অর্ডারেও খেলতে পারেন। ঈষাণ-রোহিত ওপেন করলে তিন নম্বরে আসবেন বিরাট। চারে রাহুল। পাঁচে আসতে পারেন সূর্ষকুমার। বিরাটের বার্তায় একটা বিযয় পরিষ্কার, বিশ্বকাপের প্রথম দল অনেক কিছুই হতে পারে। হয়তো যা ভাবা হচ্ছে তার উল্টোটাও দেখা যেতে পারে। অধিনায়াক হিসেবে শেষ টি-২০ টুর্নামেন্টে অন্য কোনও চমক দেওয়ার ভাবনা থাকতে পারে ক্যাপ্টেন বিরাট কোহলির।

বিরাটের বার্তাতেই যেন অনুপ্রাণিত হয়ে উঠেছেন ঈষাণ কিষাণ। বিরাট বার্তার পর থেকেই যেন দুরন্ত ছন্দে পাওয়া যাচ্ছে তাঁকে। বিরাটকে স্বস্তি দিয়ে ফর্মে ফিরেছেন সূর্ষকুমার যাদবও। পাশাপাশি আরব দেশে আইপিএল খেলে পরিবেশ পরিস্থিতির সঙ্গেও অনেকটাই মানিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। অপেক্ষা এখন শুধু বিশ্বকাপের মঞ্চে নেমে ২০০৭ ফিরিয়ে আনা।

 

আরও পড়ুন : IPL 2021: আইপিএলে তরুণদের ছটা

 

Next Article