IPL 2021: আইপিএলে তরুণদের ছটা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) আর একটা নাম ইন্ডিয়ান প্রতিভা লিগ হলে মন্দ হয় না। অভিজ্ঞতা-তারুণ্যের মিশেল লক্ষ্য করা যায় আইপিএলের প্রতিটি দলে। এই আইপিএলের মঞ্চ থেকেই প্রতিবছর উঠে আসে নতুন নতুন তারকারা। এ বারও তার অন্যথা হল। আইপিএল-১৪-তে যে তরুণরা সকলের নজর কেড়ে নিজেদের লাইমলাইটে নিয়ে এসেছেন, দেখে নিন তাঁদের ছবি...

| Edited By: | Updated on: Oct 09, 2021 | 2:17 PM
ভেঙ্কটেশ আইয়ার - নাইটদের নতুন সুপারস্টার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। আইপিএলের প্রথম পর্বে না খেলার সুযোগ পেলেও আরবদেশে তাঁর অলরাউন্ড দক্ষতা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ভেঙ্কি। ইন্দোরের ছেলে ভেঙ্কটেশ এখনও পর্যন্ত এ বারের আইপিএলের ৭ ম্যাচে ২৩৯ রান করার পাশাপাশি পেয়েছেন ৩টি উইকেট।

ভেঙ্কটেশ আইয়ার - নাইটদের নতুন সুপারস্টার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। আইপিএলের প্রথম পর্বে না খেলার সুযোগ পেলেও আরবদেশে তাঁর অলরাউন্ড দক্ষতা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ভেঙ্কি। ইন্দোরের ছেলে ভেঙ্কটেশ এখনও পর্যন্ত এ বারের আইপিএলের ৭ ম্যাচে ২৩৯ রান করার পাশাপাশি পেয়েছেন ৩টি উইকেট।

1 / 5
শ্রীকর ভরত - আরসিবির টিমে সামঞ্জস্য আনার জন্যই কোনা শ্রীকর ভরতকে (Srikar Bharat) খেলানো হয়। তবে খেলার সুযোগ পেয়ে ভরতও কিন্তু হতাশ করেননি। মিডল অর্ডারে তিনি দলকে সাহায্য করার পাশাপাশি সকলের নজর কেড়ে নিতেও সফল হয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলে আরসিবির হয়ে ৭ ম্যাচে ১৮২ রান করেছেন শ্রীকর ভরত।

শ্রীকর ভরত - আরসিবির টিমে সামঞ্জস্য আনার জন্যই কোনা শ্রীকর ভরতকে (Srikar Bharat) খেলানো হয়। তবে খেলার সুযোগ পেয়ে ভরতও কিন্তু হতাশ করেননি। মিডল অর্ডারে তিনি দলকে সাহায্য করার পাশাপাশি সকলের নজর কেড়ে নিতেও সফল হয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলে আরসিবির হয়ে ৭ ম্যাচে ১৮২ রান করেছেন শ্রীকর ভরত।

2 / 5
ঋতুরাজ গায়কোয়াড় - ধোনির চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ধোনির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছেন। চেন্নাই যেমন তাঁর ওপর ভরসা রাখে, সেই ভরসাকে মর্যাদা দেন ডান হাতি ব্যাটার ঋতুরাজ। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচে মোট ৫৩৩ রানও করে ফেলেছেন ধোনির ছাত্র ঋতু।

ঋতুরাজ গায়কোয়াড় - ধোনির চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ধোনির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছেন। চেন্নাই যেমন তাঁর ওপর ভরসা রাখে, সেই ভরসাকে মর্যাদা দেন ডান হাতি ব্যাটার ঋতুরাজ। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচে মোট ৫৩৩ রানও করে ফেলেছেন ধোনির ছাত্র ঋতু।

3 / 5
শুভমন গিল - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন চোট পেয়ে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল ভারতের ও কেকেআরের তরুণ ক্রিকেটার শুভমন গিলকে (Shubman Gill)। আরবদেশের আইপিএলে কামব্যাক করার পাশাপাশি নিজের পুরনো ফর্ম ফিরে পেয়েছেন পঞ্জাব তনয় গিল। ২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ৩৫২ রান করেছেন নাইট ওপেনার গিল। গিল-ভেঙ্কটেশ জুটিতে ভর করে শুরুর দিকে বড় রানও তুলছে কেকেআর।

শুভমন গিল - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন চোট পেয়ে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল ভারতের ও কেকেআরের তরুণ ক্রিকেটার শুভমন গিলকে (Shubman Gill)। আরবদেশের আইপিএলে কামব্যাক করার পাশাপাশি নিজের পুরনো ফর্ম ফিরে পেয়েছেন পঞ্জাব তনয় গিল। ২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ৩৫২ রান করেছেন নাইট ওপেনার গিল। গিল-ভেঙ্কটেশ জুটিতে ভর করে শুরুর দিকে বড় রানও তুলছে কেকেআর।

4 / 5
ঈশান কিষাণ - গত চার-পাঁচ মাস ধরে রানের মধ্যে ছিলেন না মুম্বইয়ের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan)। মাঝখানে দল থেকে বাদও পড়েন। কিন্তু সুযোগ মিলতেও নিজেকে প্রমাণ করতে দেরি করেননি মুম্বইকর। রান ও ফর্ম দুটোই ফিরে পেয়েছেন ঈশান। আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩২ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংসটা সকলের মনেই ছাপ ফেলে দিল একথা অস্বীকার করার কোনও উপায় নেই। তিনি ফর্মে ফেরায় স্বস্তি ফিরবে টিম ইন্ডিয়াতেও।

ঈশান কিষাণ - গত চার-পাঁচ মাস ধরে রানের মধ্যে ছিলেন না মুম্বইয়ের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan)। মাঝখানে দল থেকে বাদও পড়েন। কিন্তু সুযোগ মিলতেও নিজেকে প্রমাণ করতে দেরি করেননি মুম্বইকর। রান ও ফর্ম দুটোই ফিরে পেয়েছেন ঈশান। আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩২ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংসটা সকলের মনেই ছাপ ফেলে দিল একথা অস্বীকার করার কোনও উপায় নেই। তিনি ফর্মে ফেরায় স্বস্তি ফিরবে টিম ইন্ডিয়াতেও।

5 / 5
Follow Us: