TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jun 26, 2022 | 7:53 PM
যতই কেরাটিন ট্রিটমেন্ট করান না কেন চুলের আসল খাবার হল তেল। নিয়ম করে চুলে তেল দিলে তবেই চুল ভাল থাকবে। পাবে প্রয়োজনীয় পুষ্টিও। বর্ষায় অধিকাংশই চুলে তেল দেন না। অনেকের ধারণা ভেজা মাথায় তেল দিলে চুল চ্যাটচ্যাট করে। সেখান থেকে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে বর্ষাতেও চুলে তেল ব্যবহার করা যায়। সেক্ষেত্রে চুলের প্রকৃতি অনুযায়ী তেল বেছে নেওয়া দরকার
বর্ষায় চুলের সমস্যা রুখতে সবচেয়ে ভাল নারকেল তেল। এই তেলে আছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, প্রোটিন ইত্যাদি। এই তেলে চুল গোড়া থেকে মজবুত হয়।বর্ষাকালে চুল নির্জীব ও ফ্রিজি বা জট পাকানো হয়ে যায়। প্রতিদিন নারকেল তেল মাখলে এই সমস্যা থাকবে না।
শুষ্ক ও ফ্রিজি চুলের সমস্যা যেমন দূর করতে পাড়ে টি ট্রি অয়েল, তেমনি স্ক্যাল্পে কোনও সংক্রমণ হলে সেটাও রোধ করে। কারণ এই তেলে আছে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টি ব্যাকটিরিয়াল উপাদান। সপ্তাহে ২ দিন এই তেল দিয়ে ম্যাসাজ করুন।
আমন্ড অয়েলে আছে ভিটামিন ই। এই তেল স্ক্যাল্পে মাসাজ করলে হেয়ার ফলিকল মজবুত হয় এবং শুষ্ক চুলে আর্দ্রতা আসে। আর্দ্রতা বজায় থাকলে চুল শুষ্ক হওয়ার সমস্যাও আর হয় না।
রান্নার পাশাপাশি চুলের জন্যেও দারুণ উপকারী সরষের তেল। এই তেলের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য। রসুন আর কালোজিরে ফেলে তেল ফুটিয়ে মাথায় লাগান।
অলিভ অয়েলের মধ্যে আছে প্রয়োজনীয় ফ্যাট আর ফ্যাটি অ্যাসিড। যা আমাদের চুলের জন্য খুবই ভাল। এতে চুলের গোড়া মজবুত হয়।