রোডট্রিপ ভালবাসেন? দেওয়া হল ভারতের ৬ রোমাঞ্চকর রাস্তার হদিস

aryama das |

Apr 29, 2021 | 7:35 PM

একজন বাইকারই জানেন রোডট্রিপের মজা। খোলা আকাশের নীচে বাইক চালানো, প্রকৃতির ঠাণ্ডা হাওয়া খেতে খেতে রাস্তা ধরে এগিয়ে চলা, এই সমস্ত অনুভূতি শব্দে বর্ণনা করা যায় না। সবচেয়ে ভাল ব্যাপার হল, ভারতেই রয়েছে রোডট্রিপের দারুণ সব ডেসটিনেশন। যদিও প্রতিটা রাস্তাই বেশ চ্যালেঞ্জিং। তবুও প্রকৃতি যেন মায়ের মতো আগলে রাখবে প্রতি মুহূর্তে।

1 / 6
১) দিল্লি টু লে
ভারতের সবচেয়ে জনপ্রিয় রোডট্রিপের নাম হল লে। বাইকে চেপে লে-তে যেতে হলে আপনাকে দিল্লি হয়েই যেতে হবে। এই দীর্ঘ রাস্তা অতিক্রম করতে সময় লাগে ১৫ দিন। চণ্ডীগড়, মানালি হয়ে পৌঁছনো যায় লে।

১) দিল্লি টু লে ভারতের সবচেয়ে জনপ্রিয় রোডট্রিপের নাম হল লে। বাইকে চেপে লে-তে যেতে হলে আপনাকে দিল্লি হয়েই যেতে হবে। এই দীর্ঘ রাস্তা অতিক্রম করতে সময় লাগে ১৫ দিন। চণ্ডীগড়, মানালি হয়ে পৌঁছনো যায় লে।

2 / 6
২) সিমলা টু স্পিতি ভ্যালি
নৈসর্গিক সুন্দর্যে ভরা রাস্তা দিয়ে রোডট্রিপ করতে হলে এই রাস্তাই একমাত্র ঠিকানা। সবুজের সমারোহে শুরু হবে আপনার যাত্রা এবং শেষ হবে সাদা বরফের মধ্যে। হিমাচল প্রদেশ এমনিই সাজানো শহর। তার মধ্যে এই সফর, আপনার মন ভাল করার জন্য যথেষ্ট।

২) সিমলা টু স্পিতি ভ্যালি নৈসর্গিক সুন্দর্যে ভরা রাস্তা দিয়ে রোডট্রিপ করতে হলে এই রাস্তাই একমাত্র ঠিকানা। সবুজের সমারোহে শুরু হবে আপনার যাত্রা এবং শেষ হবে সাদা বরফের মধ্যে। হিমাচল প্রদেশ এমনিই সাজানো শহর। তার মধ্যে এই সফর, আপনার মন ভাল করার জন্য যথেষ্ট।

3 / 6
৩) শিলিগুড়ি টু ইউকসোম
প্রকৃতি প্রেমিকরা সবক্ষেত্রেই এটা বিশ্বাস করবেন যে ভারতের উত্তর-পূর্বের মতো প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও নেই। দার্জিলিং, সিকিম হয়ে পেলিং, কালিম্পং ছাড়িয়ে পাহাড়িয়া বাঁশি শুনতে শুনতে এগিয়ে চলা। একদিকে পাহাড় ধরে লম্বা গাছ আর অপর দিকে খাদ। প্যান্ডেমিকের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে যেতে পারেন এই রোডট্রিপে।

৩) শিলিগুড়ি টু ইউকসোম প্রকৃতি প্রেমিকরা সবক্ষেত্রেই এটা বিশ্বাস করবেন যে ভারতের উত্তর-পূর্বের মতো প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও নেই। দার্জিলিং, সিকিম হয়ে পেলিং, কালিম্পং ছাড়িয়ে পাহাড়িয়া বাঁশি শুনতে শুনতে এগিয়ে চলা। একদিকে পাহাড় ধরে লম্বা গাছ আর অপর দিকে খাদ। প্যান্ডেমিকের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে যেতে পারেন এই রোডট্রিপে।

4 / 6
৪) ব্যাঙ্গালোর টু মুন্নার
দক্ষিণ ভারতের সবচেয়ে ছোট রোডট্রিপোর ডেস্টিনেশন এটি। উইকেন্ডে রোডট্রিপের জন্য বাইকারদের বেশ ভীড় জমে এখানে।

৪) ব্যাঙ্গালোর টু মুন্নার দক্ষিণ ভারতের সবচেয়ে ছোট রোডট্রিপোর ডেস্টিনেশন এটি। উইকেন্ডে রোডট্রিপের জন্য বাইকারদের বেশ ভীড় জমে এখানে।

5 / 6
৫) ভালুকপং টু তাওয়াংঅরুণাচলের এই রোডট্রিপের রাস্তা সবচেয়ে কষ্টকর এবং কঠিন। সুন্দর প্রাকৃতিক রং এবং বিভিন্ন পাখির কলতানে ভারা পরিবেশ। মধ্যে মধ্যে বিশ্রাম করার জন্য হাতে গোনা কয়েকটি জায়গা হয়েছে। যাত্রাপথে অনেক বেশি শুকনো খাবার রাখা প্রয়োজনীয়।

৫) ভালুকপং টু তাওয়াংঅরুণাচলের এই রোডট্রিপের রাস্তা সবচেয়ে কষ্টকর এবং কঠিন। সুন্দর প্রাকৃতিক রং এবং বিভিন্ন পাখির কলতানে ভারা পরিবেশ। মধ্যে মধ্যে বিশ্রাম করার জন্য হাতে গোনা কয়েকটি জায়গা হয়েছে। যাত্রাপথে অনেক বেশি শুকনো খাবার রাখা প্রয়োজনীয়।

6 / 6
৬) মুম্বই টু ত্রিবান্দম দক্ষিণ ভারতের একমাত্র রোডট্রিপের জন্য উপযুক্ত রাস্তা। যাত্রা শুরু হবে জনবহুল মুম্বই থেকে। ছোট ছোট ঘাস দেখা যাবে রাস্তার ধারে, তারপর মাঝারি গাছ, তারপর পাহাড়ি পাইন গাছ, শেষে সমুদ্র। মানে এক যাত্রাপথে প্রকৃতির নানা শোভা। অপূর্ব এই যাত্রাপথ। বেশিদিনের হলেও সুখকর। বহু মানুষ এই রাস্তা ধরে রোডট্রিপে যান।

৬) মুম্বই টু ত্রিবান্দম দক্ষিণ ভারতের একমাত্র রোডট্রিপের জন্য উপযুক্ত রাস্তা। যাত্রা শুরু হবে জনবহুল মুম্বই থেকে। ছোট ছোট ঘাস দেখা যাবে রাস্তার ধারে, তারপর মাঝারি গাছ, তারপর পাহাড়ি পাইন গাছ, শেষে সমুদ্র। মানে এক যাত্রাপথে প্রকৃতির নানা শোভা। অপূর্ব এই যাত্রাপথ। বেশিদিনের হলেও সুখকর। বহু মানুষ এই রাস্তা ধরে রোডট্রিপে যান।

Next Photo Gallery