ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন, তা তো একটু অন্যরকম হবেই.. কলকাতা সাজিয়ে ফেলল আস্ত একখানা ট্রাম। রবিবার, স্বাধীনতা দিবসে কলকাতার ট্রাম মিউজিয়াম অন্দর সেজে উঠেছে স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদের কাহিনীতে। এই জাদুঘরটি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)-এর তৈরি। পর্যটন মন্ত্রী ফিরহাদ হাকিম উদ্বোধন করেন ট্রামটি। ট্রামটি শহরের রাস্তা ধরে চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত।
ভারত দেশজুড়ে শান্তির সহাবস্থান। ফিরহাদ হাকিম বলেন,’বাংলার মানুষ বিশ্বাস করে, এখানকার ঐক্য ও সংহতি এই ট্রামে পরিস্ফুট হয়েছে সম্পূর্ণভাবে।’ উনি এটাও বলেন, এই জাদুঘরে স্বাধীনতা সংগ্রামীদের বাংলায় কতটা অবদান, তা সুন্দর করে বর্ণনা করা হয়েছে।’
এই জাদুঘর সম্পর্কে বিস্তারিত জানুন:
১) এই বিশেষ ট্রামের দুটো কামরা রয়েছে। দুটো কামরা সজ্জিত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দিয়ে। প্রথম কামরায় রয়েছে ১৯০০ সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের রুখে দাঁড়ানোর ইতিহাস থেকে ১৯৪৭-এর স্বাধীনতা অবধি।
কীভাবে বাংলা এবং পাঞ্জাব লড়াই করে স্বাধীনতা এনেছিল সেই গৌরব গাঁথা রয়েছে এখানে।
২) দ্বিতীয় কামরায় রয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ের গল্প। সেখানে রয়েছে বাংলা ভাগের গল্প, উদ্বাস্তুদের গল্প, রোহিঙ্গাদের গল্প।
৩) ট্রামের প্রবেশমূল্য নেই কোনও। তবে এই প্রর্দশনী চলবে শহরের বিভিন্ন প্রান্তে। এই শহরের এই প্রাণ এই ট্রামে চেপে উপভোগ করুন স্বাধীনতার দিনগুলোকে, শিহরণ জাগুক বারম্বার।
৪) ট্রামে চেপে শহর ঘোরার অভ্যেস একেবারেই চলে গেছে মানুষের। কলকাতার বাইরের লোক শহরে এসে ট্রাম চড়ায় যতটা আগ্রহী, কলকাতার মানুষ তার সিকিভাগও চাপেন না ট্রামে। তাই শহরের মানুষের ট্রামের প্রতি আগ্রহ বাড়াতেই এই বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গের ট্রাম কর্পরেশনের। অতিমারির মধ্যেও সচেতনতা অবলম্বন করে টুক করে ঢুঁ মেয়ে আসুন এসপ্ল্যানেডের এই ট্রামে।
আরও পড়ুন: Travel: নীলে আবৃত এই শহর! কেন জানেন?