Chanakya Niti: স্বামী যতই বন্ধু হোক ভুলেও এই কথা বলা উচিত নয় স্ত্রীর, বলে গিয়েছেন চাণক্য
কমবেশি সকলেই বলে থাকেন স্বামী ও স্ত্রীর মধ্যে কোনও গোপন কথা থাকা উচিত নয়। কিন্তু আচার্য চাণক্য বলে গিয়েছেন যে, বেশ কয়েকটি কথা স্ত্রীর স্বামীকে বলা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন কথা স্ত্রীর স্বামীকে বলা ঠিক নয় বলেছেন চাণক্য (Chanakya)।

স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বেরও। মন খুলে স্বামী স্ত্রী কথা বলে। কোনও লুকিচুরি থাকে না এই সম্পর্কে। ভালবাসা, বিশ্বাস ও বোঝাপড়ার উপর স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র। কমবেশি সকলেই বলে থাকেন স্বামী ও স্ত্রীর মধ্যে কোনও গোপন কথা থাকা উচিত নয়। কিন্তু আচার্য চাণক্য বলে গিয়েছেন যে, বেশ কয়েকটি কথা স্ত্রীর স্বামীকে বলা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন কথা স্ত্রীর স্বামীকে বলা ঠিক নয় বলেছেন চাণক্য (Chanakya)।
পরিবারের সদস্যদের তুলনা করা
বিয়ের পর কোনও স্ত্রীর উচিত নয়, তার নিজের পরিবারের সদস্যদের সঙ্গে স্বামীর পরিবারের সদস্যদের তুলনা করা। এমনটা করলে স্বামী অস্বস্তিতে পড়তে পারেন। এর ফলে ঘরের পরিবেশ নষ্ট হয়।
মিথ্যা কথা বলা
স্ত্রীর নিজের স্বামীকে মিথ্যে কথা ভুল করেও বলা ঠিক হবে না। ছোটখাট বিষয়েও সৎ থাকা জরুরি। যে কোনও সম্পর্কে সত্যি কথা বললে তা আরও মজবুত হয়। তাই নিজের স্বামীর কাছে মিথ্যে কথা বলা ঠিক হবে না।
অন্যদের সঙ্গে নিজের স্বামীর তুলনা করা
অন্য কোনও ব্যক্তির সঙ্গে নিজের স্বামীর তুলনা করা উচিত নয়। এমনটা করলে পুরুষের আত্মসম্মানে আঘাত লাগে। তাই চাণক্য বলে গিয়েছেন, কখনও নিজের স্বামীকে অন্য কোনও ব্যক্তির সঙ্গে তুলনা করা ঠিক হবে না।
আর্থিক বিষয়ে গোপনীয়তা বজায় রাখা
একজন স্ত্রীর তার স্বামীকে সঞ্চয় সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেওয়া ঠিক নয়। কিছু বিষয় গোপন রাখলে পরিবারের আর্থিক ভারসাম্য বজায় রাখা যায়। দু’জনের মধ্যে যোগাযোগ সংযোগ স্থাপন বেশ গুরুত্বপূর্ণ।
রাগের বশে কিছু না বলা
রাগ করে কোনও কথা বলা ঠিক নয়। চাণক্য জানিয়েছেন যে, রাগের বশে বলা একটি কথা যে কোনও সম্পর্ক নষ্ট করতে পারে। তাই যতই রাগ হোক, ভুলেও খারাপ কোনও কথা বলা ঠিক হবে না।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
