AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin Care Tips: আফটার শেভ নাকি ফিটকিরি ত্বকের জন্য কোনটা ভাল?

Skin Care Tips: ব্লেডের ঘর্ষণে ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে, লালচেভাব বা জ্বালা দেখা দিতে পারে। তাই অনেকেই আফটার শেভ লোশন অথবা ফিটকিরির (অ্যালাম) ব্যবহার করেন। কিন্তু প্রশ্ন হল—আফটার শেভ লোশন আর ফিটকিরির মধ্যে কোনটা বেশি ভালো?

Skin Care Tips: আফটার শেভ নাকি ফিটকিরি ত্বকের জন্য কোনটা ভাল?
| Updated on: Jul 31, 2025 | 11:20 PM
Share

দাড়ি কামানোর পরে ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে ত্বক থাকে সবচেয়ে সংবেদনশীল। ব্লেডের ঘর্ষণে ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে, লালচেভাব বা জ্বালা দেখা দিতে পারে। তাই অনেকেই আফটার শেভ লোশন অথবা ফিটকিরির (অ্যালাম) ব্যবহার করেন। কিন্তু প্রশ্ন হল—আফটার শেভ লোশন আর ফিটকিরির মধ্যে কোনটা বেশি ভালো? চলুন দুটির গুণাগুণ ও কার্যকারিতা দেখে তুলনা করি।

ফিটকিরি (Alum) – প্রাকৃতিক প্রতিরক্ষক ফিটকিরি হল এক ধরনের প্রাকৃতিক খনিজ, যা বহু শতাব্দী ধরে কামানোর পর রক্তপাত থামাতে ও জীবাণুনাশ করতে ব্যবহৃত হয়ে আসছে।

ফিটকিরির উপকারিতা: অ্যান্টিসেপটিক গুণ: ক্ষতস্থান জীবাণুমুক্ত করে ও ইনফেকশন প্রতিরোধ করে।

রক্ত জমাট বাঁধায় সাহায্য: দাড়ি কামানোর সময় কাটা বা ক্ষত হলে ফিটকিরি খুব দ্রুত রক্তপাত বন্ধ করে।

চুলের গোড়ায় টান: রেজারের কাটে খোলা রোমছিদ্র সঙ্কুচিত করে, ফলে ত্বক টানটান হয়।

প্রাকৃতিক ও কেমিক্যাল ফ্রি: কোনও কৃত্রিম গন্ধ বা রং নেই, সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত।

ফিটকিরির সীমাবদ্ধতা: শুষ্ক ত্বকে টান ধরায়।

ব্যবহারের পরে ত্বক রুক্ষ হতে পারে।

অতিরিক্ত ব্যবহারে ত্বক চুলকাতে পারে।

আফটার শেভ লোশন – আধুনিক আরামদায়ক পদ্ধতি আফটার শেভ লোশন মূলত এক ধরনের তরল মিশ্রণ, যাতে থাকে অ্যালকোহল, সুগন্ধি, ময়েশ্চারাইজার ও অ্যান্টিসেপটিক উপাদান।

আফটার শেভ লোশনের উপকারিতা: তাত্ক্ষণিক ঠান্ডা অনুভূতি দেয়: ব্লেডের জ্বালাভাব অনেকটা কমিয়ে দেয়।

সুগন্ধ যুক্ত: দীর্ঘ সময় শরীর থেকে সুগন্ধ বের হয়, যা আত্মবিশ্বাস বাড়ায়।

ময়েশ্চারাইজিং উপাদান থাকে: ত্বকে শুষ্কতা ধরে রাখে ও কোমলতা দেয়।

বিভিন্ন ত্বকের জন্য বিভিন্ন ফর্মুলা পাওয়া যায়: যেমন অয়েলি, ড্রাই বা সেনসিটিভ স্কিন।

আফটার শেভের সীমাবদ্ধতা: অ্যালকোহলযুক্ত হলে জ্বালাভাব বাড়তে পারে।

সুগন্ধ বা কেমিক্যাল থেকে অ্যালার্জির ঝুঁকি থাকতে পারে।

খরচ বেশি ও পরিবেশবান্ধব নয়।

তাহলে কোনটি বেশি ভালো?

উত্তর নির্ভর করে আপনার ত্বকের ধরন ও ব্যক্তিগত পছন্দের উপর। যদি আপনার ত্বক সেনসিটিভ হয়, কেমিক্যাল এড়িয়ে চলেন, বা প্রাকৃতিক কিছু চান, তবে ফিটকিরি উপযুক্ত। যদি আপনি দ্রুত ঠান্ডা অনুভূতি, সুগন্ধ ও সফ্ট ফিনিশ পছন্দ করেন, তবে আফটার শেভ লোশন ভাল। অনেকেই দুইটি মিশিয়ে ব্যবহার করেন—প্রথমে ফিটকিরি, তারপর মৃদু আফটার শেভ।

দাঁড়ি কামানোর পর ত্বকের যত্ন নেওয়া পুরুষদের স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ একটি অংশ। ফিটকিরি প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী, আফটার শেভ লোশন আধুনিক ও আরামদায়ক। দুটোরই নিজস্ব গুণ আছে। কোনটা বেছে নেবেন, তা ঠিক করবেন আপনি—আপনার ত্বক বুঝেই। তবে অতিরিক্ত কিছু নয়, নিয়ম মেনেই ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।