৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রোদে বেরোলে মুখ ঝলসে যাচ্ছে। সানস্ক্রিন মাখলেও ১০০ শতাংশ ট্যান প্রতিরোধ করা যায় না। তাছাড়া ব্রণ, তেলতেলে ভাব, র্যাশের সমস্যা লেগেই রয়েছে। অনেকে আবার সান বার্নেরও মুখোমুখি হচ্ছেন। এই সবের জেরে ত্বকও নিস্তেজ ও প্রাণহীন দেখাচ্ছে। ক্লান্ত মুখে জেল্লা ফিরিয়ে আনতে আর ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে এই গরমে টক দই মাখুন।
গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং হজমজনিত সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে টক দই। আবার এই উপাদান ত্বকে মাখলেও উপকার মেলে। প্রথমত, গরমে ত্বকে টক দই মাখলে সতেজতা পাওয়া যায়। এছাড়া টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে পরিষ্কার করতে এবং এক্সফোলিয়েট করতে সাহায্য করে। অন্যদিকে, ত্বকের অকাল বার্ধক্যের লক্ষণগুলোও কমিয়ে দেয়। নিয়মিত মুখে টক দই মাখলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায় আর ট্যানের সমস্যাও কমে। ব্রণ দূর করতেও সহায়ক এই উপাদান।
মধু ও টক দইয়ের ফেসপ্যাক
১/২ কাপ টক দইয়ের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে ও গলায় মাখুন। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তোলার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় রাখবে। এছাড়া এই ফেসপ্যাক ব্রণর সমস্যাও দূর করে দেবে।
হলুদ ও টক দইয়ের ফেসপ্যাক
২ চামচ টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এই ফেসপ্যাক লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ রয়েছে, যা ব্রণর প্রদাহ কমাতে সাহায্য করে। এই ফেসপ্যাক ব্রণ ও ব্রণর দাগ দূর করতে উপযোগী। এছাড়া ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে এই ফেসপ্যাক।
ওটমিল ও টক দইয়ের ফেসপ্যাক
১ চামচ ওটসের সঙ্গে ১ চামচ টক দই মিশিয়ে নিন। এতে ১/২ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক র্যাশের সমস্যা কমাবে। এছাড়া ত্বক থেকে মৃত কোষের স্তর দূর করে দেবে।