Dance Drama: ডিসেম্বরের শহরে ফের প্রতিবাদের ঝড়, নৃত্যনাট্যের মাধ্যমে গর্জে উঠল শিল্প মহল

Dec 27, 2024 | 2:45 PM

Dance Drama: এই নৃত্যনাট্যের পরিকল্পনা ও পরিচালনা করেন প্রখ্যাত নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাট। দ্রোহী নৃত্যনাট্যের প্রেক্ষাপট আজও ভীষণভাবে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক।

1 / 5
গত ২৩ ডিসেম্বর ২০২৪ কলকাতার জ্ঞান মঞ্চে প্রথমবার মঞ্চস্থ হল নৃত্যনাট্য দ্রোহী। কৌশিক সেনগুপ্তের কাহিনী ও রচনায় সৃষ্টি দ্রোহী রূপ পেল।

গত ২৩ ডিসেম্বর ২০২৪ কলকাতার জ্ঞান মঞ্চে প্রথমবার মঞ্চস্থ হল নৃত্যনাট্য দ্রোহী। কৌশিক সেনগুপ্তের কাহিনী ও রচনায় সৃষ্টি দ্রোহী রূপ পেল।

2 / 5
এই নৃত্যনাট্যের পরিকল্পনা ও পরিচালনা করেন প্রখ্যাত নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাট। দ্রোহী নৃত্যনাট্যের প্রেক্ষাপট আজও ভীষণভাবে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক।

এই নৃত্যনাট্যের পরিকল্পনা ও পরিচালনা করেন প্রখ্যাত নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাট। দ্রোহী নৃত্যনাট্যের প্রেক্ষাপট আজও ভীষণভাবে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক।

3 / 5
পূর্বের দ্রৌপদী হোক বা বর্তমানে হাথরস, মণিপুর, অভয়া কিংবা দেশে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘটে চলা নারীদের ওপর  নির্মম অত্যাচার। এক দিকে যেমন সেই ছবি ফুটেছে অন্যদিকে তেমনই এর বিরুদ্ধে ধিক্কার স্বরও জেগে উঠেছে নৃত্যনাট্য দ্রোহীর রচয়িতাদের রচনায় ও ভাবনায়।

পূর্বের দ্রৌপদী হোক বা বর্তমানে হাথরস, মণিপুর, অভয়া কিংবা দেশে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘটে চলা নারীদের ওপর নির্মম অত্যাচার। এক দিকে যেমন সেই ছবি ফুটেছে অন্যদিকে তেমনই এর বিরুদ্ধে ধিক্কার স্বরও জেগে উঠেছে নৃত্যনাট্য দ্রোহীর রচয়িতাদের রচনায় ও ভাবনায়।

4 / 5
কোহিনুর ডান্স অ্যাকাডেমি ও সৃজনের শিল্পীরা ডিসেম্বরের শহরে তাঁদের শিল্পের মাধ্যমেই গর্জে উঠল নারী নির্যাতনের বিরুদ্ধে।

কোহিনুর ডান্স অ্যাকাডেমি ও সৃজনের শিল্পীরা ডিসেম্বরের শহরে তাঁদের শিল্পের মাধ্যমেই গর্জে উঠল নারী নির্যাতনের বিরুদ্ধে।

5 / 5
শিল্পীদের অভিনয়ের পরতে পরতে ফুটে উঠেছে সুবিচার না পাওয়ায় প্রতিবাদে রাগ-ক্ষোভ। যা কেবল শিল্পীদের নয়, এই ক্ষোভ সমগ্র সমাজের।

শিল্পীদের অভিনয়ের পরতে পরতে ফুটে উঠেছে সুবিচার না পাওয়ায় প্রতিবাদে রাগ-ক্ষোভ। যা কেবল শিল্পীদের নয়, এই ক্ষোভ সমগ্র সমাজের।

Next Photo Gallery
Dalai Lama: আর কতদিন আয়ু রয়েছে তাঁর, জানিয়ে দিলেন দলাই লামা
Dr. Manmohan Singh Funeral Ceremony: ভারতের কোনও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যা হয়নি সেভাবেই দাহ করা হবে ডঃ মনমোহন সিংহকে