Dalai Lama: আর কতদিন আয়ু রয়েছে তাঁর, জানিয়ে দিলেন দলাই লামা

Dec 26, 2024 | 5:28 PM

Dalai Lama: নোবেল বিজয়ী ধর্মগুরুর শরীর কেমন আছে এবং তাঁর পরে কে হতে পারেন ১৫ তম দলাই লামা, রয়টার্সের এই প্রশ্নের উত্তরেই নিজের আয়ু কত দিন তা জানিয়েছেন দলাই লামা।

Dalai Lama: আর কতদিন আয়ু রয়েছে তাঁর, জানিয়ে দিলেন দলাই লামা
দলাই লামার আয়ু কত দিন?
Image Credit source: PTI

Follow Us

কিছুদিন আগেই নিউ ইয়র্কে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে দলাই লামার। এই মূহুর্তে তিব্বতি বৌদ্ধদের নেতা চতুর্দশ দলাই লামা ওরফে তেঞ্জিন গিয়াৎসো। অস্ত্রোপচার হওয়ার পর থেকেই জন সমক্ষে আসেননি তিনি। বন্ধ ছিল ভক্তদের সঙ্গে সাক্ষাৎ। এদিকে বয়স কম হয়নি তাঁর। তাই স্বাভাবিক ভাবেই তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত গোটা বৌদ্ধ সমাজ। দলাই লামার কিছু হয়ে গেলে পরবর্তী অর্থাৎ ১৫ তম দলাই লামা কে হবেন, তাও এখনও ঠিক হয়নি। তাই তাঁর অবর্তমানে তিব্বতি বৌদ্ধ সমাজকে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা।

তবে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন দলাই লামা নিজেই। নোবেল বিজয়ী ধর্মগুরুর শরীর কেমন আছে এবং তাঁর পরে কে হতে পারেন ১৫ তম দলাই লামা, রয়টার্সের এই প্রশ্নের উত্তরেই নিজের আয়ু কত দিন তা জানিয়েছেন দলাই লামা। দলাই লামা জানান স্বপ্নাদেশ অনুসারে তাঁর মৃত্যু এখনও দেরী আছে। তিনি ১০০ বছরের থেকে বেশিদন বাঁচবেন।

সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “আমার স্বপ্ন অনুসারে, আমি ১১০ বছর বাঁচতে পারি”।

প্রসঙ্গত, হাঁটুর অস্ত্রোপচারের পরে দলাই লামা প্রায় তিন মাস জন চক্ষুর আড়ালে ছিলেন। এখন তাঁর বয়স ৮৯ বছর। কিছুদিন আগে নিউইয়র্ক থেকে উত্তর ভারতের ধর্মশালায় হিমালয়ের বাসভবনে ফিরে এসেছেন তিনি। তবে এখনও একা একা হাঁটতে পারছেন না। সেপ্টেম্বর থেকেই অনুরাগীদের সঙ্গে সপ্তাহে তিনবার করে দেখা করছেন। ১০০ বেশি দর্শনার্থীকে দেখা দেন তিন।

Next Article
Weekends and Holidays of 2025: পঁচিশে ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, লম্বা ৯টি উইকএন্ডে কোথায় কোথায় যাবেন? প্ল্যান করে ফেলুন
Mobile Addiction: ঘুম বনাম মোবাইল, কে দিচ্ছে কাকে গোল? আখেরে ক্ষতি হচ্ছে শরীরেরই