ঐশ্বর্যা-ক্যাট-দীপিকার মতো উজ্জ্বল ত্বক চাই? জেনে নিন তাঁদের বিউটি সিক্রেটস…

aryama das |

Apr 03, 2021 | 5:05 PM

নিজের পছন্দের নায়িকাদের মতো লাবণ্য মাখা, পেলব, উজ্জ্বল ত্বক পেতে কে না চায়? ঈর্ষণীয় ত্বকের অধিকারী হতে আমরা বিজ্ঞাপন, ম্যাগাজিনে বিউটি টিপস থেকে নানা উপায় বের করার চেষ্টা করি।

ঐশ্বর্যা-ক্যাট-দীপিকার মতো উজ্জ্বল ত্বক চাই? জেনে নিন তাঁদের বিউটি সিক্রেটস...
দীপিকা পাড়ুকোণ ও ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি দুটি ইন্সটাগ্রাম থেকে নেওয়া হয়েছে।

Follow Us

বলিউড ডিভাদের সৌন্দর্য নিয়ে কৌতূহল রয়েছে আন্তর্জাতিক মহলে। তাই ভক্তদের জন্য আলাদা উচ্ছ্বাস থাকেই। কিন্তু জানেন কি, প্রত্যেক বলি-অভিনেত্রীর রয়েছে নিজস্ব টোটকা। আর সেই ত্বক চর্চার কিছু টিপস যদি আমরা দিই, মন্দ হবে না বলুন? তা হলে আসুন দেখে নেওয়া যাক ঐশ্বর্যা রাই বচ্চন, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোণ, করিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া রোজ সকালে ঘুম থেকে উঠে ত্বকের কী পরিচর্যা নেন…

ঐশ্বর্যা রাই বচ্চন- প্রাক্তন বিশ্বসুন্দরীর সৌন্দর্যের আসল রহস্য জানার কৌতূহল কার নেই! তবে জানেন কি এই বলি তারকার ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্চাতেই বিশ্বাসী। উজ্জ্বল ও চোখধাঁধানো ত্বকের জন্য একটি ঘরোয়া প্যাক ব্যবহার করেন তিনি। যাতে থাকে বেসন, মধু, টকদইয়ের একটি মিশ্রণ। সপ্তাহে একদিন যত্ন করে চুলে তেল দিয়ে মাসাজ করেন তিনি। তাঁর খুব পছন্দের একটি ফেসপ্যাক হল শশার জুস। শসার জুসে তুলো ভিজিয়ে ত্বকের মধ্যে লাগিয়ে রাখেন। শুকিয়ে গেলে শুধু জল দিয়ে ধুয়ে ফেলেন।

দীপিকা পাড়ুকোণ- বলিউডের অন্যতম সুন্দরী দীপিকার মতোন ত্বক পেতে চান। তাহলে দেখুন সৌন্দর্য ধরে রাখতে তিনি কী কী ঘরোযা টোটকা ব্যবহার করেন। স্কিন হাইড্রেট রাখার জন্য পরিমাণ মতো জল খান। জাঙ্ক ফুড থেকে সচরাচর দূরেই থাকেন ‘মোহিনী’। ত্বক ও শরীর সতেজ রাখার জন্য প্রায় প্রতিদিনই স্পা করেন তিনি। নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিংয়েই বিশ্বাস রাখেন দীপিকা। রাতে শোওয়ার আগে নাইট ক্রিম ও দিনের আলোয় সানস্কিন লোশন মাস্ট।

আরও পড়ুন: কোন অ্যালকোহল আপনার ত্বকের জন্য সঠিক, জানেন?

করিনা কাপুর খান- বলিউডের স্টাইলিং ডিভার রয়েছে আলাদা সৌন্দর্য। জব উই মেটের গীতের মতোই নিজের ত্বক ও চুলকে ভীষণ ভালবাসেন। তাই চুলের যত্ন নিতে প্রতিদিন অলিভ, কাস্টর ও আমন্ড তেলের একটি উপাদেয় মিশ্রণ ব্যবহার করেন তিনি। ইন্সটাগ্রামে প্রোফাইল ফলো করলে দেখা যাবে করিনার পোস্ট করা অধিকাংশ ছবিতেই রয়েছে নো-মেকআপ লুক। ঝকঝকে ও স্বাস্থ্যকর ত্বকের জন্য মধু লাগান নিয়মিত।

ক্যাটরিনা কাইফ- শ্যুটিং না থাকলে কখনওই মেকআপ প্রোডাক্ট ছুঁয়ে থাকেন না ক্যাটরিনা। সানস্কিন লোশন ও লিপবামেই নিজের ত্বককে সতেজ রাখার চেষ্টা করেন। কিপিং ইট সিম্পল… এই মন্ত্রেই বিশ্বাসী ক্যাট। প্রাকৃতিক উপায়ে চুল শুকনো করা, নিয়মিত চুলে তেল লাগানো, বরফ ঠান্ডা জলে মুখ ধোয়া- এই সব ঘরোয়া টোটকাতেই মাতিয়ে রেখেছেন গোটা বলিউড।

প্রিয়াঙ্কা চোপড়া- শ্যুটিংয়ের জন্য় যতই ব্যস্ততা থাকুক না কেন, সকালে ঘুম থেকে উঠে ত্বক পরিচর্যা করতে কখনও ভুল হয় না প্রিয়াঙ্কার। সানস্ক্রিন আর নারকেল তেল তাঁর পছন্দের ত্বকচর্চার উপকরণ। এছাড়া হলুদ ও টকদইয়ের ফেসপ্যাকও তাঁর অন্যতম বিউটি সিক্রেট।

Next Article