সুন্দর করে সাজগোজ করলে মন ভাল থাকে। সেই সঙ্গে নিজেরও নিজেকে দেখতে বেশ লাগে। এদিকে সাজতে বেশ খানিকটা সময় লাগে। তাই মেয়েরা যখন সাজতে বসেন তখন হাতে খানিক সময় নিয়েই বসেন। অফিস যাওয়ার সময় সুন্দর করে কাজল পরা আর মেকআপ করতে গিয়ে বেশ খানিকটা সময় চলে যায়। আর মেকআপের জন্য অফিসে দেরি করে যাওয়াটাও একেবারেই কাম্য নয়। তাড়াহুড়োতে মেকআপ ঠিকমতো করাও যায় না। মেকআপ ত্বকে বসতেও বেশ খানিকটা সময় লাগে। বাড়ি এসে যত্ন করে মেকআপ তুলেও ফেলতে হয়। তবে রোজ মেকআপ না করে মেনে চলুন এই সব ঘরোয়া টোটকা। এভাবে ত্বকের যত্ন নিলে ত্বক হবে উজ্জ্বল। সেই সঙ্গে মিলিয়ে যাবে দাগ-ছোপও। মুলতানি মাটি, হলুদ, চিনি, মেথি, কফি- হাতের সামনে থাকা সামান্য উপকরণেই সারুন ত্বকের যত্ন। এতে ত্বক যেমন দীর্ঘদিন ভাল থাকবে তেমনই বাঁচবে খরচও।
রোজ মুখের যত্ন নিতে মুলতানি মাটির বিকল্প নেই। মুলতানি মাটি, মধু, লেবুর রস, টকদই, কাঁচা হলুদ একসঙ্গে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে অন্তত তিন দিন এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন। প্যাক লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এছাড়াও রোজ বেসন, টকদই আর হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়েও লাগাতে পারেন। এতেও কিন্তু ত্বক থাকবে ভাল।
রোজ হাতে লেবু, চিনি আর মধু একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। এছাড়াও ১ কাপ বিট ভাল করে গ্রেট করে রস বের করে নিন। এবার ওই রসে ময়দা, মধু আর লেবুর খোসা মিশিয়ে নিন। হাতে লাগিয়ে অপেক্ষা করুন ১০ মিনিট। সপ্তাহে একদিন এই প্যাক ব্যাবহার করলেই কাজ দেবে।
আমাদের সবচেয়ে বেশি অত্যাচার হয় দু পায়েঅ। কিন্তু পায়ের যত্ন আমরা ঠিকমতো নিই না। রোজ গরম জলে পা ডুবিয়ে রাখুন ১০ মিনিট। জলের মধ্যে লেবুর রস আর নুন দিতে পারেন। এতে পা ভাল থাকে। এছাড়াও ডিমের সাদা অংশ, কফি পাউডার, ডাল বাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন। পায়ের পাতায় লাগান অন্তত ৩ দিন। এতে ট্যান উঠে যাবে। পেডিকিওরের প্রয়োজন পড়বে না। তবে নিয়ম মেনে করতে হবে।
অনেক সময় গলায় কালো দাগ পড়ে যায়। মূলত ময়লা বসে এই কালো দাগ পড়ে। মুসুর ডাল বাটা, লেবুর রস আর দুধ একসঙ্গে মিশিয়ে লাগালে এই দাগ উঠে যাবে। গলায় এরকম দাগ ছোপ দেখতে মোটেও ভাল লাগে না।
মেথির গুঁড়ো, আমলকির গুঁড়ো, হরিতকির গুঁড়ো একসঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে ইষদুষ্ণ জলে মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে চুলের স্বাস্থ্য ভাল হবে। থাকবে না খুশকির সমস্যাও।