Morning Skin Care Tips: সকাল থেকেই চরম ব্যস্ততা! চটজলদি ৫টি উপায়ে পান সুন্দর ও সুস্থ ত্বক

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 05, 2021 | 9:25 AM

যদি আপনি ত্বকের পরিচর্চায় ছোট ফাঁক রাখেন, তাহলে সেটি যে কী মারাত্মক ক্ষতি হতে পারে, তার ধারণাই নেই। প্রতিদিন অল্প হলেও নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন।

Morning Skin Care Tips: সকাল থেকেই চরম ব্যস্ততা! চটজলদি ৫টি উপায়ে পান সুন্দর ও সুস্থ ত্বক
ছবিটি প্রতীকী

Follow Us

সেলেব থেকে বিউটি ইনফ্লুয়েন্সর- কাকে অনুসরণ করবেন সেটা আপনিই সিদ্ধান্ত নেবেন। কিন্তু ত্বকের পর যত্নের দিকে খেয়াল রাখতে হবে সকলকেই। যদি আপনি ত্বকের পরিচর্চায় ছোট ফাঁক রাখেন, তাহলে সেটি যে কী মারাত্মক ক্ষতি হতে পারে, তার ধারণাই নেই। প্রতিদিন অল্প হলেও নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ব্যস্ততা। সংসারের কাজ সামলে সকাল সকাল ওয়ার্ক ফ্রম হোমের চাপ, আবার সন্তানকেও লেখাপড়া ও স্বামীর প্রতি কর্তব্যের ঠেলায় এই করোনা পরিস্থিতিতে মহিলাদের অবস্থা আরও মারাত্মক হয়ে গিয়েছে। কিন্তু যতই সুপার ব্যস্ততা থাকুক না কেন, খুব কম সময়ের মধ্যেই সুন্দর ত্বক পেতে কয়েকটি উপায় আপনি অনুসরণ করতে পারেন।

ডবল ক্লিনজিং- উজ্জ্বল ও ত্বকে লাবণ্য ফিরে পেতে প্রথমে দরকার ত্বক পরিস্কার করা। সঠিক উপায়ে ক্লিনজিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুটাই হোক ডবল ক্লিনজিং দিয়ে। ত্বকের ছিদ্রগুলির উপরে জমে থাকা ময়লা দূর করতে এই পদ্ধতি অবল্মবন করতে পারেন। স্কিনের গড়ন অনুযায়ী ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করুন।

ফেস মাসাজ- নরম তুলতুলে ত্বকের জন্য প্রিদিন সকালে ১-২ মিনিট ত্বকে মাসাজ করুন। ফেস রোলার ব্যবহার করলে ভাল ফল পাবেন। তবে শুষ্ক ত্বকে কখনওই মাসাজ করবেন না।

হাইড্রেটিং সেরাম- প্রতিদিন সকালে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে যদি কোনও মাস্ক ব্যবহার করতে না পারা যায় তাহলে হাইড্রেটিং মিস্টের প্রতিটি ধাপ অনুসরণ করা দরকার। হাইড্রেটিং সেরাম বা মিস্ট মুখের মধ্যে ব্যবহার করে মাসাজ করলে ত্বকের আর্দ্রতা ফিরে আসে।

ময়েশ্চারাইজিং- চরম ব্যস্ততার মধ্যেও ত্বকের পরিচর্চা করতে হলে সকালে একটি দরকারি পণ্যের উপর নির্ভর করে চলুন। সেটি যে কোনও ধরনের ময়েশ্চারাইজার হতে পারে। ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন মিশ্রণও ব্যবহার করতে পারেন। এর আলাদা গুণাবলী রয়েছে।

পানীয় জল- সকালে উঠে ত্বক ও শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করুন। কোনও প্রোডাক্ট বা ফেস প্যাক ব্যবহার না করলেও পানীয় জলেই ত্বকের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ত্বককে হাইড্রেট রাখতে পানীয় জলের কোনও বিকল্প নেই।

আরও পড়ুন: Hair Care Tips: শুধু মুখেই নয়, চুলের যত্নেও কাজে লাগে মুলতানি মাটির প্যাক!

Next Article