Ayurveda: চুলের সমস্যায় জেরবার? মা-ঠাকুমাদের এইসব টোটকা একবার ব্যবহার করেই দেখুন…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Mar 16, 2022 | 2:25 PM

Hair Care: চুলে যত কম রাসায়নিক ব্যবহার করতে পারবেন ততই কিন্তু ভাল। অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করলেও সেখান থেকে চুল ঝরে যাওয়ার মতো সমস্যা হয়। আর তাই রইল বিশেষ এই টিপস

Ayurveda: চুলের সমস্যায় জেরবার? মা-ঠাকুমাদের এইসব টোটকা একবার ব্যবহার করেই দেখুন...
চুলের সমস্যার সমাধানে কাজে আসবে এই সব টোটকা

Follow Us

আগেকার দিনে রূপকথার সব গল্পজুড়েই বর্ণনা থাকত কেশবতী রাজকন্যার (Hair Care)। রাজকন্যা, রাজকুমারী, রানিদের সব লম্বা একঢাল চুল, দুপুরবেলা সখীরা গল্প করতে করতে মাথায় তেল মালিশ (Hair Oil) করছে এমন ছবি রয়েছে রূপকথার পাতায় পাতায়। তখন শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার ক্রিম, মাস্কের এত রকরকমা ছিল না। রোজ শ্যাম্পু করতে হত এমনটাও নয়। কিন্তু তেল-জলের গুণে চুলের স্বাস্থ্য ছিল মজবুত। চুল ঝরে যাওয়া, অল্পবয়সে চুল পেকে যাওয়া এসব সমস্যাও ছিল না তখন। চুলের উজ্জ্বল কালো রং বজায় থাকত বহুদিন পর্যন্ত। কিন্তু সে সব এখন অতীত। এখন বেশিরভাগই চুলের সমস্যায় জেরবার। সাঁলো ট্রেন্ড যতই বেড়েছে, ততই কিন্তু জটিল হয়েছে চুলের সমস্যাও। আর তাই ইদানিং কালে সকলেই আবার ফিরে যেতে চাইছেন আগের সেই টোটকায় (Hair Care Tips)।

চুল ঝরা কিংলা খুশকির সমস্যা এখন লেগে থাকে বছরভর। সেই সঙ্গে বেড়েছে দূষণ। পরিবর্তন এসেছে আমাদের জীবনযাত্রায়। এই সবের মিলিত প্রভাবই কিন্তু পড়ে ত্বকে, চুলে। আগে সবার হাতে অনেকখানি সময় থাকত। ফলে বাড়িতেই নানা উপায়ে শ্যাম্পু, কন্ডিশনার বানিয়ে চুলের পরিচর্যা করা যেত। কিন্তু এখন বাড়ি আর সংসারের যাবতীয় কাজ সামলে চুলের জন্য আলাদা করে বিশেষ যত্ন নেওয়ার সময় পান না অনেকেই। ভরসা তখন সাঁলো। আর চুলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের জন্যই আরও নানা রকম ক্ষতি হচ্ছে।

গরম পড়লেই চুলে বেশি ঘাম বসে। দিনের পর দিন ঘাম, নোংরা বসতে থাকলে কিন্তু চুল পড়ে যাওয়ার মত সমস্যাও হয়। আর এই সব সমস্যা এড়াতে কিন্তু রোজ শ্যাম্পু করতেই হবে। নইলে আরও বেশি করে চুল ঝরবে। মাথা যত বেশি নোংরা থাকে ততই বেশি খুশকির সমস্যা হয়। সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। আর তাই আজ মা-ঠাকুমাদের ঝুলি থেকে রইল চুলের বিশেষ টোটকা। চুল ঝরা কিংবা খুশকির মত সমস্যা থেকে রেহাই মিলবে।


*চুলের জন্য খুব উপকারী হল মেথি। অনেকেই নারকেল তেল মেথি দিয়ে ফুটিয়ে মাথায় লাগান। এতে চুল পড়ার সমস্যা কমে। তেমনই আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল জবাফুল। জবাফুল আমাদের চুলের স্বাভাবিক রং বজায় রাখে। মেথি আগে থেকে জলে ভিজিয়ে রাখুন। এবার ওই মেথি, সামান্য মেথি ভেজানো জল, নিমপাতা, লালজবার শুকনো পাপড়ি একসঙ্গে থেঁতো করে নিয়ে চুলে লাগান। এতে চুল পড়ার সমস্যা কমবে। সেই সঙ্গে কোনও রকম সংক্রমণের সম্ভাবনাও থাকবে না।

*মেথিপাউডার, কোলেজিরে পাউডার আর টকদই একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাক ভাল করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। এতেও কিন্তু কমবে চুল পড়ে যাওয়ার মত সমস্যা।

*১ কাপ তিলের তেল, এক কাপ নারকেল তেল, এক চামচ মেথি, ৭-৮ স্লাইস আমলা, শুকনো গোলাপের পাপড়ি একসঙ্গে মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে নিয়ে মাথায় লাগান। এতে চুল ভাল হবে আর কমবে খুশকির সমস্যাও।

Next Article