Homemade Scrub: আর নয় পার্লার, বাড়িতেই বডি স্ক্রাব করে পান ম্যাজিকের মতো জেল্লা
Homemade Scrub: ত্বকের জন্য আরও গুরুত্বপূর্ণ দু'টি উপাদান হল বেসন ও দই। ত্বক পরিষ্কার করতে এসব উপাদানের জুড়ি মেলা ভার। কয়েক চামচ বেসনের সঙ্গে টকদই মেশান।

সুন্দর ঝকঝকে ত্বক পেতে হলে যত্ন তো করতেই হবে। তবে শুধু মুখের যত্ন করলে চলবে না। তার পাশাপাশি সমান নজর দিতে হবে হাত, পায়েরও। বেশিরভাগ সময়ই অবহেলিত হয় শরীরের এই অংশগুলি। ফলে ট্যান পড়ে বেহাল দশা হয় হাত, পায়ের। যা দেখতে খুবই খারাপ দেখায়।
অনেকেই হাত, পায়ের যত্ন নিতে পার্লারে ছোটেন। কিন্তু পার্লারে গিয়ে টাকা কেন নষ্ট করবেন যেখানে বাড়িতেই যত্ন নেওয়া সম্ভব। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে বাড়িতে বানানো কিছু স্ক্রাব। বাড়িতে বানানো এসব স্ক্রাব ত্বক এক্সফ্লয়েট করতে সাহায্য করে। এতে ত্বকের মৃত কোষ দূর হয়। এছাড়া ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লাও দূর হয়। ফলে ত্বক হয় উজ্জ্বল ও চকচকে।
শুধু তাই-ই নয়, যাঁদের ত্বকে শুষ্কতার সমস্যা রয়েছে তাও দূর হয়ে যায়। এতে ত্বকে রক্ত সঞ্চালনও ভাল হয়। এবার ঝটপট জেনে নিন বাড়িতে কীভাবে স্ক্রাব বানিয়ে যত্ন নেবেন ত্বকের…
কফি স্ক্রাব: ত্বকের জন্য ভীষণ উপকারি কফি। এতে ক্যাফেইন রয়েছে যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। একটা পাত্রে কয়েক চামচ গুঁড়ো কফি নিন। এবার তাতে সামান্য জল মিশিয়ে গুলে নিন। এবার পুরো শরীকে স্ক্রাবের মতো করে ব্যবহার করে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ম্যাজিকের মতো ফল মিলবে।
বেসন-দই স্ক্রাব: ত্বকের জন্য আরও গুরুত্বপূর্ণ দু’টি উপাদান হল বেসন ও দই। ত্বক পরিষ্কার করতে এসব উপাদানের জুড়ি মেলা ভার। কয়েক চামচ বেসনের সঙ্গে টকদই মেশান। মিশ্রণটা ভাল করে গুলে নিয়ে স্ক্রাবের মতো করে ব্যবহার করলেই কাজ শেষ।
ওটস স্ক্রাব: ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ওটস। এবার সেই ওটসকেই কাজে লাগান ত্বকের যত্নে। এক্ষেত্রে ওটস নিন। তাতে চিনির, নারকেল তেল ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান। এবার মিশ্রণটা গুলে নিয়ে স্ক্রাব করুন। ফল পাবেন।
