রূপচর্চায় আজকাল চল বেড়েছে বিবি ক্রিমের। যা মূলত বিউটি বাম হিসেবেই পরিচিত। বিবি ক্রিম আর সিসি ক্রিম এই দুটি নাম তো আমরা শুনি। কিন্তু ঠিক কোন কাজে লাগে তা অনেকেই জানেন না। রোজকার জীবনে অনেকেই এখন মেকআপ করতে পছন্দ করেন। তবে রোজ তো আর ভারি মেকআপ করা যায় না। সেক্ষেত্রে ভাল কাজ করে এই বিবি ক্রিম। সঙ্গে ফাউন্ডেশন, হাইলাইটার, কনসিলার, কিছুরই আর প্রয়োজন হবে না। বিবি ক্রিম মেখে সহজেই বাইরে বেরোতে পারবেন। কারণ এই ক্রিম সানস্ক্রিনেরও কাজ করে। সেই সঙ্গে ত্বকে বজায় থাকে গ্লোয়িং ভাবও। চটজলদি মেকআপ লুক পেতে এই বিবি ক্রিমের জুড়ি মেলা ভার। অনেকে ফাউন্ডেশন হিসেবেও ব্যবহার করে থাকেন এই বিবি ক্রিম। বিবি ক্রিম অল্প কয়েকটি শেডের হয়। তাই ত্বকের সঙ্গে ম্যাচ করে তবেই কিনবেন। নইলে মুখ বেশি সাদা লাগে। চেষ্টা করবেন বাল কোম্পানির কিনতে। চাইলে অল্প কয়েকটি উপাদানে এই ক্রিম বাড়িতেও বানিয়ে নিতে পারেন আপনি।
রইল স্টেপ
১.একটি পরিষ্কার বাটি নিতে হবে।
২.ওর মধ্যে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার অথবা বেবি ক্রিম মিশিয়ে নিন
৩.এবার ত্বক অনুযায়ী হাফ চামচ কোনও ফাউন্ডেশন মেশান। তবে চেষ্টা করবেন আপনার গায়ের যা রং তার থেকে ২ টোন গাঢ় ফাউন্ডেশন নিন। কারণ ফাউন্ডেশনের সঙ্গে বাকি ক্রিম মেশালে টোন হালকা হয়ে যায়
৪.এরপর মেশান এক চামচ সানস্ক্রিন লোশন। ব্যাস আপনার বিবি ক্রিম তৈরি।
৫.প্রয়োজনে সামান্য এসেন্সিয়ল অয়েল মেশাতে পারেন। এতে গ্লোয়িং লুক পাওয়া যায়। তবে ত্বক যদি অয়েলি হয় তাহলে এই এসেন্সিয়ল অয়েল মেশাবেন না। সেক্ষেত্রে সামান্য কমপ্যাক্ট পাউডার মিশিয়ে নিতে পারেন।
৬. বাইরে বেরনোর আগে মুখ ভাল করে ধুয়ে বিবি ক্রিম মাখুন। এরপর প্রয়োজনে সামান্য কমপ্যাক্ট ব্যবহার করতে পারেন। এই ভাবে ক্রিম লাগালে বাড়বে মুখের জেল্লা। অন্য মেকআপেরও প্রয়োজন হবে না।