DIY Face Primer: প্রাইমার বাদ দিয়ে মেকআপ? বিনা খরচে এই ৩ উপাদান দিয়ে বাড়িতে বানিয়ে নিন…

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 29, 2022 | 12:49 PM

Makeup Tips: ফাউন্ডেশন যাতে ঠিক মতো ত্বকের উপর বসে এবং ফাউন্ডেশন যাতে দীর্ঘস্থায়ী হয় সেই কারণে মেকআপ শুরুর আগে প্রাইমার ব্যবহার করা ভীষণ জরুরি।

DIY Face Primer: প্রাইমার বাদ দিয়ে মেকআপ? বিনা খরচে এই ৩ উপাদান দিয়ে বাড়িতে বানিয়ে নিন...

Follow Us

মেকআপ জগতের অবিচ্ছেদ্য অংশ প্রাইমার। মেকআপ শুরুর প্রথম ধাপই হল প্রাইমার। ত্বকে ফাউন্ডেশন লাগানোর আগে প্রাইমার ব্যবহার করা বিশেষ জরুরি। প্রাইমার রোমকূপগুলোকে সঙ্কুচিত করে দিয়ে ত্বককে মসৃণ করে তোলে। ফাউন্ডেশন যাতে ঠিক মতো ত্বকের উপর বসে এবং ফাউন্ডেশন যাতে দীর্ঘস্থায়ী হয় সেই কারণে মেকআপ শুরুর আগে প্রাইমার ব্যবহার করা ভীষণ জরুরি। প্রাইমার ব্যবহারের পর ফাউন্ডেশন ব্যবহার করলে ত্বকের খুঁতগুলো সহজেই ঢাকা পড়ে যায়। বাজারে বিভিন্ন ধরনের প্রাইমার পাওয়া যায়। সেই প্রাইমারগুলোর কাজও ভিন্ন। কোনওটি মুখের রোমছিদ্র সঙ্কুচিত করে, কোনওটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আবার কোনওটা তৈলাক্ত ত্বকে ম্যাট ফিনিশ লুক এনে দেয়। সব মিলিয়ে প্রাইমার ছাড়া মেকআপ অসম্পূর্ণ।

বাজার চলতি প্রাইমারের কদরই মেকআপ প্রেমীদের কাছে বেশি। তবে পাঁচশো টাকার নীচে আপনি কোনও ভাল প্রাইমার পাবেন না। পেলেও সেটি আপনাকে মনের মতো ফল এনে দেবে না। এছাড়া যদি মেকআপের দুনিয়ায় নতুন হলে সহজে বোঝা যায় না কোন ধরনের প্রাইমার কেনা উচিত। আবার যদি মেকআপ করতে গিয়ে হঠাৎ দেখেন প্রাইমার শেষ তাতেও মুশকিলে পড়বেন। এসব ক্ষেত্রে সহজ উপায় হল বাড়িয়েই প্রাইমার বানিয়ে নেওয়া। কীভাবে? চলুন দেখে নেওয়া যাক…

বাড়িতে প্রাইমার বানানো মোটেও ঝক্কি পোহানোর কাজ নেই। প্রাইমার তৈরির জন্য প্রয়োজন এক চামচ কেওলিন ক্লে, এক চামচ অ্যারারুট পাউডার আর চার চামচ ভেষজ অ্যালোভেরা জেল। এই সব উপাদানগুলোকে একসঙ্গে মিশিয়ে দিন। উপাদানগুলো যাতে একে-অপরের সঙ্গে ভাল করে মিশে যায় সে দিকে খেয়াল রাখবেন। এটা এই মিশ্রণটা একটা এয়ারটাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। মেকআপ শুরু করে আগে ফ্রিজ থেকে বের করে মুখে লাগিয়ে নিলেই কাজ হয়ে যাবে।

আপনি এই মেকআপ প্রাইমারের মাধ্যমে ব্রণর সমস্যাও দূর করতে পারেন। অনেকেরই ত্বকে র‍্যাশের সমস্যা রয়েছে। মেকআপ করলে ব্রণ ও র‍্যাশের সমস্যাও আরও বেড়ে যায়। এক্ষেত্রে প্রাইমারই আপনার সমাধান হয়ে উঠতে পারে। বাড়িতে প্রাইমার বানানোর সময় কেওলিন ক্লে, অ্যারারুট পাউডার আর অ্যালোভেরা জেলের সঙ্গে দু’ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল কিংবা লবঙ্গের তেল মিশিয়ে নিতে পারেন। এই এসেনশিয়াল অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি আপনার ত্বককে ব্রণ, ফুসকুড়ি ও যে কোনও ধরনের র‍্যাশের হাত থেকে রক্ষা করবে।

Next Article