DIY Face Serum: ব্রণকে চিরকালের জন্য বলুন টা-টা! তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানান ‘ভিটামিন সি’ সিরাম

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 08, 2022 | 10:00 AM

Oily Skin Care: সরাসরি ত্বকের জন্য কাজ করে ও ত্বকের ধরন অনুযায়ী সিরাম যদি ব্যবহার থাকেন, তাহলে চিরকালের জন্য বিদায় নেবে ব্রেকআউট, ব্রণের মত সমস্যা।

DIY Face Serum: ব্রণকে চিরকালের জন্য বলুন টা-টা! তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানান ভিটামিন সি সিরাম

Follow Us

তৈলাক্ত ত্বকের যত্নের (Oily Skin Care) জন্য ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ হয় বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গিয়েছে। ত্বকের পুরোপুরি যত্ন (Skin Care Tips) নেওয়ার জন্য কী কী করা দরকার, ঘরোয়াভাবে কেমন কী ব্যবস্থা করলে চিরকালের জন্য ব্রণ থেকে মুক্তি পাওয়া যাবে, তা নিয়ে পুরুষ-মহিলা, উভয়েই সার্চ করেন। স্বাভাবিক ও সাধারণ ত্বকের চেয়ে তৈলাক্ত ত্বকে সবচেয়ে বেশিই ব্রণ হওয়ার (Acne Prone Skin) সম্ভাবনা থাকে। সবচেয়ে বিরক্তিকর হল, এই ত্বকের জন্য আপনি যে কোনও পণ্য ব্যবহারও করতে পারবেন না। এছাড়া তৈলাক্ত ত্বকের খেয়াল রাখার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু বিষয়-রোজকার খাবার, জীবনযাপন, যেখানে থাকেন সেখানকার আবহাওয়া, ব্যবহৃত বিউটি প্রোডাক্টস-সহ অনেক কিছুই। রাসায়নিক মেশানো সিরাম ব্যবহার করার চেয়ে বাড়িতেই ব্রণ দূর করার জন্য বানিয়ে ফেলুন ঘরোয়া সিরাম ।

ত্বকের পুষ্টি জোগাতে সক্ষম ও ত্বকের সমস্যা দূর করার জন্য সিরামের মত চমত্‍কার বিকল্প আর হয় না। সরাসরি ত্বকের জন্য কাজ করে ও ত্বকের ধরন অনুযায়ী সিরাম যদি ব্যবহার থাকেন, তাহলে চিরকালের জন্য বিদায় নেবে ব্রেকআউট, ব্রণের মত সমস্যা।

সিরাম কী ব্রণ-প্রবণ বা তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত?

তৈলাক্ত ত্বক ব্রেকআউট এবং সংক্রমণের প্রবণ।কিন্তু সিরামগুলি ব্রণ-প্রবণ ত্বকের জন্য বিস্ময়কর কাজ করে। এতে কম ফিলার থাকে এবং তৈলাক্তের পরিবর্তে জলীয় টেক্সচার থাকে। তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য সিরাম যথেষ্ট উপকারী। ত্বকের সমস্যা মিটিয়ে ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজড করে তুলতে সাহায্য় করে।

বাইরের পণ্য না, বাড়িতেই তৈরি করুন ব্রণ হঠাবার ভিটামিন সি-যুক্ত উপকারী সিরাম। সেগুলি কীভাবে তৈরি করবেন, তা জানুন…

১. ভিটামিন সি এবং গোলাপ জল

৩ টেবিল চামচ ভিটামিন সি পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপ জল,১ টেবিল চামচ মিষ্টি বাদাম তেল এবং ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটি পরিষ্কার এবং শুকনো বোতলে সংরক্ষণ করুন। এই সিরাম মৃত ত্বককে পুনরুজ্জীবিত করতেও সাহায্য করে। ময়েশ্চারাইজার ব্যবহারের আগে রুটিন মাফিক এই সিরাম ব্যবহার করতে পারেন।

২. ভিটামিন এ এবং অপরিহার্য তেল

৫ ফোঁটা গাজর বীজ তেল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, টি ট্রি অয়েল এবং রোজশিপ এসেনশিয়াল অয়েল একসঙ্গে ব্লেন্ড করুন। তাতে ২০ ফোঁটা গ্রেপসিড অয়েল যোগ করুন। একটি অ্যাম্বার কাচের বোতলে সংরক্ষণ করুন। এই সিরামে ভিটামিন এ (রেটিনল) আছে তাই এটি রাতে ব্যবহার করা ভাল।

৩. অপরিহার্য তেল এবং হলুদ

একটি পরিষ্কার এবং শুকনো পাত্রে, ২ টেবিল চামচ নারকেল তেল, ২ চা চামচ অলিভ অয়েল, ৩-৪ ফোঁটা ক্যাস্টর অয়েল, টি ট্রি এসেনশিয়াল অয়েল, ল্যাভেন্ডার অয়েল এবং এক চিমটি জৈব হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার একটি পরিষ্কার বোতলে সংরক্ষণ করে রাখুন। মুখ পরিষ্কার করার পরে প্রতি রাতে এই সিরামটি ব্যবহার করুন।

৪. টি ট্রি অয়েল এবং অ্যালোভেরা

টি ট্রি অয়েল ব্রণ প্রবণ ত্বকের জন্য একটি চমৎকার অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। ২০ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল,১০ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল, ২০ ফোঁটা গোলাপ জল, এবং ৪ টেবিল চামচ অ্যালোভেরা নিন। একটি সিরামের মতো সমস্ত উপাদান মিশ্রিত করুন। একটি পরিষ্কার শুকনো কাচের বোতলে সংরক্ষণ করে রাখুন। লক্ষ রাখবেন, এই সিরাম যেন কোনওভাবে সূর্যের আলোয় না পড়ে । স্কিন কেয়ার রুটিনে প্রতিদিন ব্যবহার করতে পারেন।

Next Article