Blackheads Removal: ব্ল্যাকহেডসের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে এই ভুলগুলি কি আপনিও করেন? সতর্ক হন
Black Heads Removal: অনেক সময় নাকের ব্ল্যাকহেডস দূর করতে মানুষ রেজ়র ব্যবহার করেন। এটি ভুল উপায়। মুখের ত্বক খুবই সংবেদনশীল, তাই স্বাস্থ্যবিধিরও খেয়াল রাখতে হবে।

ব্ল্যাকহেডস হল মুখের ছিদ্রে জমে থাকা ময়লা, যা দূর করলে দ্রুত বের হয় না। এছাড়াও অতিরিক্ত সিবাম জমে ব্ল্যাকহেডস তৈরি হয়। মুখে কালো-কালো বিন্দুর মতো দেখায় । নাকের উপরে, চিবুকের কাছে বা কখনও কখনও গালে দেখা যায় এই সমস্যা। সময়ে-সময়ে এটি অপসারণ করা প্রয়োজন, তবে এটি করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। অনেক সময় মহিলারা হাত দিয়ে চাপ দিয়ে এগুলি পরিষ্কার করতে যান, প্রবল চাপের কারণে মুখে দাগ পড়ার ভয় থাকে। এছাড়া ত্বকেরও ক্ষতি হয়।
ত্বক খুবই সংবেদনশীল, এমন পরিস্থিতিতে ব্ল্যাকহেডস দূর করতে কিছু বিশেষ যত্ন নিতে হবে ।এছাড়া মুখের বিশেষ জায়গাযর ব্ল্যাকহেডস নিজে থেকে দূর করার চেষ্টা করবেন না। আসলে, গালের উপরে হওয়া ব্ল্যাকহেডগুলি ত্বকের গভীর পর্যন্ত শাখা বিস্তার করে , তাই তাদের অপসারণ করা সহজ নয়। এর পাশাপাশি ত্বক সংক্রান্ত নানা সমস্যাও হতে পারে।
নখ ব্যবহার করবেন না- ব্ল্যাকহেডস দূর করতে নখ ব্যবহার করবেন না। আসলে, মুখের ব্ল্যাকহেডসগুলি ত্বকের ভিতর থেকে গজানোর কারণো নখ ব্যবহারে ব্রণ হওয়ার ভয় থাকে। অনেক সময় ব্ল্যাকহেডসের জ্বালায় আমরা এতটাই বিরক্ত হই , যার কারণে আমরা হাত দিয়ে দূর করতে শুরু করি। এতে করে ক্ষত হওয়ার ভয় থাকে যা পরে মুখে দাগ পড়ে। নখ দিয়ে গাল, নাক বা মুখের অন্য কোনো অংশের ব্ল্যাকহেডস দূর করার চেষ্টা করবেন না। ব্ল্যাকহেডস অপসারণের সঠিক ব্যবহার
ত্বক পরিষ্কার করুন- ব্ল্যাকহেডস দূর করার পরে, অনেকে ত্বক ভাল করে পরিষ্কার করেন না। এর কারণে ত্বকে ব্রণ বা অন্যান্য সমস্যা শুরু হতে পারে। ব্ল্যাকহেডস পরিষ্কার করার পর তুলো দিয়ে মুছুন বা একবার জল দিয়ে ধুয়ে ফেলুন ভাল।
খুব বেশি স্ক্রাব করবেন না-
ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে অনেকেই ত্বকের উপর চাপ প্রয়োগ করে বেশি ঘষতে শুরু করে। এ কারণে ত্বকে ফুসকুড়ি হওয়ার আশঙ্কা থাকে । শুধু তাই নয়, ত্বক খুব শুষ্ক হয়ে যায়, যার কারণে শুরু হয় জ্বালা। তাই এভাবে স্ক্রাব ব্যবহার করবেন না। কয়েক মিনিটের জন্য হালকা হাতে ফেস স্ক্রাব করার সময়।
তৈলাক্ত ত্বকের কালো দাগ দূর করুন-
শুষ্ক ত্বকের চেয়ে তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেডসের প্রবণতা বেশি । মুখে অতিরিক্ত তেলের কারণে ময়লা লেগে থাকে, যা পরবর্তীতে ব্ল্যাকহেডস সৃষ্টি করে। এছাড়াও, তৈলাক্ত ত্বকে অতিরিক্ত সিবাম সহজেই ছিদ্রগুলিতে জমে যায়, যার কারণে ব্ল্যাকহেডস দেখা দেয়। একই সঙ্গে মুখে অতিরিক্ত তেল থাকার কারণে অনেক সময় তা ঠিকমতো দেখা যায় না। এক্ষেত্রে ব্ল্যাকহেডস দূর করার আগে একবার মুখ ভালো করে পরিষ্কার করে নিন। ত্বক শুষ্ক হলে প্রথমে ময়শ্চারাইজ করুন, তারপর ব্ল্যাকহেডস দূর করুন। ময়েশ্চারাইজার ছাড়া ব্ল্যাকহেডস অপসারণ করা খুব বেদনাদায়ক হতে পারে।
সেফটি পিন বা রেজ়র ব্যবহার-
অনেক সময় নাকের ব্ল্যাকহেডস দূর করতে মানুষ রেজ়র ব্যবহার করেন। এটি ভুল উপায়। মুখের ত্বক খুবই সংবেদনশীল, তাই স্বাস্থ্যবিধিরও খেয়াল রাখতে হবে। যদিও কিছু লোক সেফটি পিন দিয়ে চেপে ব্ল্যাকহেডস অপসারণ করে, এই দেশীয় পদ্ধতি ত্বকের যে কী ক্ষতি করতে পারে তা ভাবতেও পারবেন না। ব্ল্যাকহেডস দূর করতে সমস্যা হলে বিউটি এক্সপার্টের সাহায্য নিন। একবারে সমস্ত ব্ল্যাকহেডস দূর করার চেষ্টা করবেন না, ধীরে-ধীরে করুন।
