Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অদ্ভূত হলেও ট্রেন্ডিং! নাকের মেকআপ নিয়ে কিছু অজানা তথ্য

মেকআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে অনেকেই ভালবাসেন। প্রতিদিনই ফ্যাশান ও মেকআপের ধরন, স্টাইলের পরিবর্তন ঘটছে। এক একদিন মেকআপেন নানা খুঁটিনাটি বিষয়ে পরীক্ষা করেন অনেকেই।

অদ্ভূত হলেও ট্রেন্ডিং! নাকের মেকআপ নিয়ে কিছু অজানা তথ্য
ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 4:47 PM

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এখন অনেক বেশি অ্যাডভান্স। ভিডিয়ো, ফ্যাশান ম্যাগজিন, তারকাদের নানান ভিডিয়ো দেখে মহিলারা মেকআপের নতুনত্ব ও ট্রেন্ড সম্বন্ধে অবগত থাকতে পারছে। সেলেব্রিটি মেকআপ আর্টিস্ট, বিউটি স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের ভিডিয়ো দেখে ট্রেন্ডিং মেকআপ লুক নিয়ে অনেকেই এই জগতের খুঁটিনাটি সম্বন্ধে জানতে পারছেন।

আকর্ষণীয়, প্রাণবন্ত নাকের মেকআপ দেখেছেন কখনও? নাকের ডগায় হাইলাইটার কনট্যুর করা ও ব্যবহার করা এই মুহূর্তে হট মেকআপ লুক। ইন্সটাগ্রামে এমন ছবি দেখতে পেয়ে থাকতে পারেন। প্রসহ্গত মেকআপের ধারা বজায় রাখা এখন একটি শিল্প। সবসময় মনে রাখা দরকার, সঠিকভাবে মেকআপ করা সময় হাইলাইটার ব্যবহার করার নিয়ম জানা অত্যন্ত দরকার। গালের উপর, ঠোঁটের উপর, কপালে হাইলাইটারের পাশাপাশি হাইলাইটার দেওয়া হয় নাকেও। কিন্তু রঙিন হাইলাইটার দিয়ে মেকআপের সংজ্ঞা পাল্টে দেওয়া, এ এক অভিনব ব্যাপার।

আরও পড়ুন: গলার রিঙ্কেলস হঠাতে চাই বিশেষ পরিচর্চা! খুব সহজ ও ঘরোয়া উপায়ে রইল কিছু টিপস

প্রথমে মুখে ময়শ্চার লাগিয়ে মাসাজ করে নিন। এরপর প্রাইমার দিয়ে মুখে বেস মেকআপ করুন। কনসিলার, ফাইন্ডেশন, মেকআপ পাউডার দিয়ে বেস মেকআপ শেষ হলে নাকের উপর কনট্যুর করা শুরু করতে পারেন। কনসিলারের সাহায্যে নাকের ব্রিজ সমান করে হাইলাইট করুন। নাকের ডগায় কিংবা, নাকের উপর রামধনু কিংবা ঠোঁটের লিপস্টিকের কালারের সঙ্গে ম্যাচ করে হাইলাইট করতে পারেন। এমনকি নকল ফ্রিকলসও বানাতে পারেন।