Skin Care Tips: ফেসওয়াশ নাকি ক্লিনজার, ত্বক পরিষ্কারের জন্য প্রতিদিন কোনটি ব্যবহার করবেন?

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 24, 2022 | 3:33 PM

Face Wash Vs Cleanser: আমরা এই দুটো জিনিসই ব্যবহার করুন ত্বক পরিষ্কার করতে। কিন্তু এই দুটো পণ্য আদতে এক জিনিস নয়।

Skin Care Tips: ফেসওয়াশ নাকি ক্লিনজার, ত্বক পরিষ্কারের জন্য প্রতিদিন কোনটি ব্যবহার করবেন?
ফেসওয়াশ ও ফেস ক্লিনজার মুখ পরিষ্কারের জন্য আপনি ব্যবহার করলেও এটি একই জিনিস নয়..
Image Credit source: istockphoto.com

Follow Us

ত্বকের যত্নের (Skin Care) প্রথম নিয়ম হল ত্বককে গভীর ভাবে পরিষ্কার করা। ধরুন আপনি বাইরে থেকে এসেছেন কিংবা আপনি কোনও অনুষ্ঠানে যাবেন বলে মেকআপ শুরু করছেন, এই সব ক্ষেত্রে সবার আগে আপনাকে ত্বক পরিষ্কার করতে হবে। ত্বক পরিষ্কার করলে ত্বকের মধ্যে থাকা ধুলো, বালি, ময়লা দূর হয়ে যাবে। রোমকূপগুলো পরিষ্কার হয়ে যাবে। যদিও ত্বক পরিষ্কার করার জন্য বাজারে একাধিক নামী-দামি স্কিন কেয়ার প্রোডাক্ট (Skin Care Product) পাওয়া যায়। তার মধ্যে কিছু রয়েছে ফেস ক্লিনজার (Cleanser), আবার কিছু রয়েছে ফেসওয়াশ (Face Wash)। আমরা এই দুটো জিনিসই ব্যবহার করুন ত্বক পরিষ্কার করতে। কিন্তু এই দুটো পণ্য আদতে এক জিনিস নয়।

হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন। ফেসওয়াশ ও ক্লিনজার মুখ পরিষ্কারের জন্য আপনি ব্যবহার করলেও এটি একই জিনিস নয়। ফেসওয়াশ ও ফেস ক্লিনজারের পার্থক্য খুঁজে বার করার সময় সবার প্রথম যে বিষয়টি আসে সেটা হল পণ্য দুটির টেক্সচার। আপনি যদি একটু খেয়াল করে দেখেন লক্ষ্য করবেন যে ফেসওয়াশ তরল সাবান। এটি মুখে মাখলে ফেনা বের হয়। অন্যদিকে, ফেস ক্লিনজার পাওয়া যায় ক্রিম আকারে। এটি ত্বকে মাখলে কোনও ফেনা উৎপন্ন হয় না।

শুধু টেক্সচার নয়, এই দুই পণ্য ব্যবহারের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এই দুটি পণ্য ত্বকে বিভিন্ন উপায়ে প্রয়োগ করা হয়। হাতে অল্প পরিমাণ ফেসওয়াশ নিয়ে ত্বকের ময়লা পরিষ্কার করে জলে দিয়ে ধুয়ে ফেলা অন্য। কিন্তু ফেস ক্লিনজার ত্বকে ব্যবহারের পর ত্বকে হালকা ম্যাসাজ করা হয় এবং একটু তুলোর বলের সাহায্যে সেটা পরিষ্কার করা হয়। অনেকে আবার জল দিয়ে ধুয়ে ফেলেন।

পণ্য দুটি যেহেতু আলাদা তাই এর প্রভাবও যে ভিন্ন হবে এটাই স্বাভাবিক। ফেসওয়াশ ত্বকের ময়লা দূর করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক তেলও দূর করে দেয়। ঘন ঘন ফেসওয়াশের ব্যবহার ত্বককে শুষ্ক করে দেয় এবং এটি ত্বকে কু-প্রভাব ফেলে। অন্যদিকে, ফেস ক্লিনজার মাইল্ড হয়। এটি ত্বকের প্রাকৃতিক তেল দূর না করেই ত্বককে পরিষ্কার করে। সেনসিটিভ ত্বকের জন্য এই ধরনের পণ্য সেরা।

যেহেতু ফেস ওয়াশ এবং ফেস ক্লিনজারের গুণমান ভিন্ন হয়, তাই বিভিন্ন সময়ে এগুলো ব্যবহার করা ভাল। উদাহরণস্বরূপ, আপনি যদি বাইরে থেকে এসে থাকেন এবং আপনার মুখে প্রচুর ময়লা থাকে, তবে তা দূর করতে ফেসওয়াশ ব্যবহার করা যেতে পারে। সেই সঙ্গে মেকআপ তুলতে বা প্রতিদিন মুখ পরিষ্কার করার জন্য ফেস ক্লিনজারকে প্রাধান্য দিন।

আরও পড়ুন: সময়ের আগে পাক ধরেছে চুলে? চুলের চাহিদায় স্পেশাল তেল বানিয়ে নিন বাড়িতেই

Next Article