আজকাল কমবেশি সকলেই চুল পড়ার সমস্যায় ভোগেন। দিনে ১০০টা পর্যন্ত চুল ওঠা স্বাভাবিক। কিন্তু রোজ যদি মুঠো-মুঠো চুল ওঠে, টাক পড়ে যায়, তাহলে সাবধান হওয়া জরুরি। কারও পুষ্টির অভাবে চুল পড়ে, আবার কারও যত্নের অভাবে। অনেক সময় ভুল প্রসাধনী ব্যবহারের কারণেও চুল পড়ার সমস্যা দেখা দেয়। তাই চুল পড়াকে রোধ করার জন্য অনেকেই নামীদামি প্রসাধনীর সাহায্য নেন। পার্লারে গিয়ে বিভিন্ন ট্রিটমেন্টের সাহায্য নেন। কিন্তু তা সত্ত্বেও চুল পড়া কমে না। এমন সমস্যার মুখোমুখি আপনিও? তাহলে বাড়ির জলের দিকে নজর দিন। আপনার চুল পড়ার পিছনে জলও দায়ী হতে পারে।
বর্ষায় আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। যার জেরে চুলের গোড়া নরম ও আলগা হয়ে যায়। ফলে একটু টান পড়লেই চুল উঠতে থাকে। কিন্তু আপনার বাড়ির কলে যদি ‘হার্ড’ জল নির্গত হয়, সেটা দিয়ে স্নান করলে, তাহলে সারা বছর চুল পড়বে। ‘হার্ড’ জল অর্থাৎ যে জলে খনিজ পদার্থের পরিমাণ বেশি। এই ধরনের জলে ক্যালশিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে। পাশাপাশি আয়রনের পরিমাণও বেশি থাকে। এগুলো চুলের মারাত্মক ক্ষতি করে। এই হার্ড ওয়াটারে প্রতিদিন স্নান করলে চুলের কোমল ও মসৃণ ভাব উধাও হয়ে যায়। চুল রুক্ষ ও শুষ্ক দেখায়। চুলের কোনও জেল্লা থাকে না। তার সঙ্গে মুঠো-মুঠো চুল উঠতে থাকে।
বাড়িতে যে জল আসে, তা বদলে ফেলা সম্ভব নয়। কিন্তু চুলের সমস্যাও দূর করা জরুরি। তাই আপনাকেই এই দুইয়ের মাঝে সমাধান খুঁজে নিতে হবে। আপনি কোলে ওয়াটার সফটনার লাগাতে পারেন। এই যন্ত্র আপনার জল থেকে খনিজ পদার্থ অপসারণ করতে সাহায্য করে। ওয়াটার সফটনারের বদলে আপনি কলে শাওয়ার ফিল্টার লাগাতে পারেন। এটিও জল থেকে সমস্ত মিনারেল অপসারণ করে দেবে। তবে, এসব যন্ত্র আপনাকে নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণে এই যন্ত্রের মুখে সমস্ত খনিজ পদার্থ জমা হতে থাকে। এভাবে যদি চুলের সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে কেনা জলে স্নান করতে পারেন।
আপনি যদি নিয়মিত সাঁতার কাটেন, তাহলে শাওয়ার ক্যাপ ব্যবহার করুন। সুইমিং পুলে ক্লোরিনের পরিমাণ বেশি থাকে। এই ক্লোরিন চুলকে নষ্ট করে দেয়। চুলের গোড়া আলগা করে দেয়। তাই শাওয়ার ক্যাপ পরে জলে নামা উচিত। সমুদ্র স্নানে গেলেও এই টোটকা মানতে পারেন। এছাড়া সাঁতার কাটার পর অবশ্যই পরিষ্কার জলে স্নান করে নিন। এতে ত্বক ও চুল ভাল থাকবে।