কলা ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি ফল। স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ কলা। তবে শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বক ও চুলের জন্যও এর জুড়ি মেলা ভার।
চুল ও ত্বকের জন্যও কলা ব্যবহার করতে পারেন। কলা চুলকে মজবুত ও ঘন করতে সাহায্য করে। নিষ্প্রাণ এবং শুষ্ক চুলের সমস্যা থেকে মুক্তি দেবে এই মাস্ক। এছাড়াও কলা চুলকে ময়েশ্চারাইজ করতে কাজ করে। এর জন্য ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি না করে জেনে চুলের যত্নে কীভাবে হেয়ার মাস্ক তৈরি করবেন…
কলা এবং অ্যালোভেরা প্যাক:
একটি পাত্রে কলার টুকরোগুলো ম্যাশ করুন। এবার এই পাত্রে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই দুটি জিনিস মিশিয়ে চুলে লাগিয়ে, একটি ঢিলা খোঁপায় বেঁধে নিন। এই মাস্কটি আধ ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন। এর পরে, হালকা শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল হবে সুস্থ ও মসৃণ।
ডিম এবং কলার পেস্ট:
দুটি কলা নিন। এবার তা ম্যাশ করে নিন। এবার এতে ডিম মেশান। এবার ডিম ও কলার পেস্ট চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এই পেস্টটি আধা ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন। এটি ব্যবহার করলে চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
দই এবং কলার প্যাক:
একটি বড় পাত্রে টক দই নিন। তাতে একটি কলা ম্যাশ করে মিশিয়ে নিন। এর পর শাওয়ার ক্যাপ পরে নিন। দই এবং কলার পেস্ট এভাবে ৪০ মিনিট রেখে দিন। এই প্যাকটি চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করবে।
কলা এবং নারকেল তেলের প্যাক:
এই প্যাকটি তৈরি করতে আপনার ২ থেকে ৩ চামচ নারকেল তেল লাগবে। এবার একটি কলা ম্যাশ করুন। এতে তেল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পুরো চুলে ভাল করে লাগিয়ে নিন। এরপরে, একটি আলগা খোপা বেঁধে এবং একটি শাওয়ার ক্যাপ পরুন। এই হেয়ার প্যাকটি আপনার চুলকে চকচকে ও সুন্দর করে তুলবে। সপ্তাহে একবার কলা ও নারকেল তেল দিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।