Coconut Oil: সপ্তাহান্তে নিন বিশেষ যত্ন, নারকেল তেলের গুণেই হবে কেশ পুষ্ট!

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 09, 2022 | 10:08 AM

Hair Fall Tips: ডিমের কুসুমের সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। চুলের ভলিউম বাড়বে

1 / 7
আজকাল যত চিন্তা এই চুল নিয়েই। কোনও ভাবেই তাকে টিকিয়ে রাখা যাচ্ছে না। হাজারো থেরাপির পরও মাথা থেকে চুল ঝরে পড়ছে। সেই সঙ্গে বর্ষায় আছে ফ্রিজি হেয়ারের সমস্যাও। উশকো-খুশকো চুল কেউই পছন্দ করেন না। লম্বা, সুন্দর স্ট্রেট চুলের দিকেই সকলের নজর।

আজকাল যত চিন্তা এই চুল নিয়েই। কোনও ভাবেই তাকে টিকিয়ে রাখা যাচ্ছে না। হাজারো থেরাপির পরও মাথা থেকে চুল ঝরে পড়ছে। সেই সঙ্গে বর্ষায় আছে ফ্রিজি হেয়ারের সমস্যাও। উশকো-খুশকো চুল কেউই পছন্দ করেন না। লম্বা, সুন্দর স্ট্রেট চুলের দিকেই সকলের নজর।

2 / 7
তবে ওই যে, চুল পড়ে যাচ্ছে। এই চুল পড়ে যাওয়ার একাধিক কারণও রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হল দূষণ। দ্বিতীয়টি হরমোনের অসামঞ্জস্যতা। শরীরে হরমোনের তারতম্য হলে তার প্রভাব পড়ে ত্বকে আর চুলে। সেখান থেকেও চুল ঝরে পড়ে। এছাড়াও কোভিড পরবর্তী কালে অনেকেই ত্বকের সমস্যায় ভুগছেন।

তবে ওই যে, চুল পড়ে যাচ্ছে। এই চুল পড়ে যাওয়ার একাধিক কারণও রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হল দূষণ। দ্বিতীয়টি হরমোনের অসামঞ্জস্যতা। শরীরে হরমোনের তারতম্য হলে তার প্রভাব পড়ে ত্বকে আর চুলে। সেখান থেকেও চুল ঝরে পড়ে। এছাড়াও কোভিড পরবর্তী কালে অনেকেই ত্বকের সমস্যায় ভুগছেন।

3 / 7
সেই প্রাচীন কাল থেকেই জোর করে চুলে নারতেল তেল লাগিয়ে দেন দিদা-ঠাকুমারা। এছাড়াও নারকেল তেল ছাড়া চুলের যত্ন নেওয়া যায় না কোনও মতেই এমনটা বিশ্বাস ছিল তাঁদের। কেরলে প্রাচীন আয়ুর্বেদ মেনে এখনও তৈরি হয় খাঁটি নারকেল তেল। কেরাটিনট্রিটমেন্ট আর স্মুথনিং এর চক্করে অনেকেই চুলের ঠিকমত যত্ন নিতে পারেন না। বলা ভাল সুযোগ থাকে না। তবে আজ ছুটির দিনে টুলের যত্নে এই ভাবে কাজে লাগান নারকেল তেল

সেই প্রাচীন কাল থেকেই জোর করে চুলে নারতেল তেল লাগিয়ে দেন দিদা-ঠাকুমারা। এছাড়াও নারকেল তেল ছাড়া চুলের যত্ন নেওয়া যায় না কোনও মতেই এমনটা বিশ্বাস ছিল তাঁদের। কেরলে প্রাচীন আয়ুর্বেদ মেনে এখনও তৈরি হয় খাঁটি নারকেল তেল। কেরাটিনট্রিটমেন্ট আর স্মুথনিং এর চক্করে অনেকেই চুলের ঠিকমত যত্ন নিতে পারেন না। বলা ভাল সুযোগ থাকে না। তবে আজ ছুটির দিনে টুলের যত্নে এই ভাবে কাজে লাগান নারকেল তেল

4 / 7
নারকেল তেল গরম করে ওর সঙ্গে একচামচ মধু মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্পে ভাল করে ম্যাসাজ করে রেখে দিন ২০ মিনিটের জন্য। এরপর ইষদুষ্ণ জলে ভাল করে শ্যাম্পু করে নিন।

নারকেল তেল গরম করে ওর সঙ্গে একচামচ মধু মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্পে ভাল করে ম্যাসাজ করে রেখে দিন ২০ মিনিটের জন্য। এরপর ইষদুষ্ণ জলে ভাল করে শ্যাম্পু করে নিন।

5 / 7
লেবুর মধ্যে থাকে কোলাজেন, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। লেবুর রস আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ভাল করে শ্যাম্পু করে নিন।

লেবুর মধ্যে থাকে কোলাজেন, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। লেবুর রস আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ভাল করে শ্যাম্পু করে নিন।

6 / 7
চুলের ডগা ফাটছে? চুল শুকিয়ে যাচ্ছে? হাফ পাকা কলার সঙ্গে একচামচ নারকেল তেল মেশান। গোড়ায় লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর তা ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন।

চুলের ডগা ফাটছে? চুল শুকিয়ে যাচ্ছে? হাফ পাকা কলার সঙ্গে একচামচ নারকেল তেল মেশান। গোড়ায় লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর তা ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন।

7 / 7
শিকাকাই, আমলা, হরিতকী পাউডার একচামচ করে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গরম করুন। এবার তা দিয়ে চুলে ম্যাসাজ করে রাখুন অন্তত ১ ঘন্টা। এবার ভাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারলেই চুল থাকবে নরম। সপ্তাহের মধ্যে ৩ দিন অন্তত এই ভাবে তেল লাগান।

শিকাকাই, আমলা, হরিতকী পাউডার একচামচ করে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গরম করুন। এবার তা দিয়ে চুলে ম্যাসাজ করে রাখুন অন্তত ১ ঘন্টা। এবার ভাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারলেই চুল থাকবে নরম। সপ্তাহের মধ্যে ৩ দিন অন্তত এই ভাবে তেল লাগান।

Next Photo Gallery