রান্নাঘরের তাকে লবঙ্গ থাকলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মুখের দুর্গন্ধ কাটাতে, দাঁতে ব্যথা হলে কিংবা গলা খুশখুশ করলে মুখের মধ্যে একটা লবঙ্গ ফেলে রাখলেই কিন্তু অনেক কাজ হয়ে যায়। তেমনই যে কোনও রকম সংক্রমণ রোধ করতেও এই লবঙ্গ তেল খুব ভাল কাজ করে। বাড়িতে লবঙ্গ তেল ছড়িয়ে রাখলে পিঁপড়ে কম আসে। যে কারণে অনেকে চিনির কৌটোতে দু এক দানা লবঙ্গ ফেলে রাখেন। মশা তাড়াতেও ব্যবহার করা হয় লবঙ্গ তেল। কিন্তু জানেন কি, ত্বকের জন্যও খুব ভল এই তেল? শীতের বিদায়ের মুখেই কিন্তু ত্বকের যাবতীয় সমস্যা বাড়ে। ত্বক যত না শুষ্ক হয়ে যায় তার চেয়েও বেশি এই সময় চামড়া ফেটে যায়। ত্বকে নানা রকম ফুসকুড়ি, র্যাশের সমস্যা এসব থেকেই যায়। এছাড়াও স্পর্শকাতর ত্বকের জন্যও কিন্তু এই তেল বেশ ভাল। নিয়মিত লবঙ্গ তেল ব্যবহার করলে ত্বক যেমন ভাল থাকে তেমনই কিন্তু ত্বকের জেল্লাও বাড়ে। আর তাই ঋতু পরিবর্তনের সময় স্নানের পর কিংবা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন লবঙ্গ তেল।
*লবঙ্গ তেলে রয়েছে নানা রকম অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান। সেই সঙ্গে রয়েছে ইজেনল নামক একটি উপকারী উপাদানও, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলিকে নিমেষে মেরে ফেলে। ফলে ব্রণর প্রকোপ কমে। শুধু তাই নয়, এই তেলে উপস্থিত এত সব উপকারী উপাদানের গুণে ব্রণর দাগ-ছোপও মিলিয়ে যায়।
*নিয়মিত লবঙ্গ তেল মুখে লাগিয়ে মিনিটদশেক মালিশ করলে ত্বকের বয়স কমবেই কমবে। বিশেষ করে বলিরেখা মিলিয়ে যেতে দেখবেন সময়ই লাগবে না। কারণ, এতে এমন কিছু ‘অ্যান্টি-এজিং’ উপাদান রয়েছে, যা ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে, যে কারণে ত্বক টানটান থাকে। ফলে ত্বকের উপর বয়সের কোনও ছাপই পড়ে না। ফেসিয়ালের পর এই তেল দিয়ে মালিশ করতে পারেন।
*রূপচর্চায় লবঙ্গ তেলকে কাজে লাগালে ত্বক দাগমুক্ত হয়। এমনকী, স্কিন টোনেরও উন্নতি হয়। লবঙ্গ তেল মুখে লাগিয়ে মালিশ করার সময় ত্বকের ভিতরে রক্ত প্রবাহ ঠিক থাকে। যে কারণে ত্বকের যে কোনও ধরনের ক্ষত দূর হয়। ফলে দাগছোপ মিলিয়ে যায় নিমেষেই।
*শীতের মরসুমে ত্বক আর্দ্রতা হারানোর কারণেও কিন্তু ত্বক শুষ্ক হয়ে যায়। তাই এই সময় ত্বকের একটু বেশি করেই যত্ন নেওয়া উচিত। এছাড়াও এই সময় নানা সংক্রমণ বাড়ে। সেই সংক্রমণের হাত থেকে ত্বককে বাঁচিয়ে রাখাও একান্ত কর্তব্য। লবঙ্গ তেল মুখে মালিশ করলে ত্বকের আর্দ্রতা ফিরে আসে। ত্বক ভিতর থেকে সুন্দর হয়ে ওঠে।
*চুলের সৌন্দর্য বাড়াতেও এই তেলটির কোনও বিকল্প নেই। বিশেষ করে চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে লবঙ্গ তেলের জুড়ি মেলা ভার। এক্ষেত্রে হাফ চামচ লবঙ্গ তেলের সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে ১০ মিনিট ভাল করে ম্যাসেজ করতে হবে। এর ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এতে বাড়বে চুলের জেল্লা।