Eye-Makeup: আই-মেকআপ করলেও পারফেক্ট লুক পান না? রইল বিশেষ টিপস ও ট্রিকস

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 20, 2022 | 4:17 PM

আপনিও কি আই মেকআপ করতে গিয়ে সমস্যায় পড়েন? তা হলে মাথায় রাখুন আইশ্যাডো পরার কিছু নিয়ম। এতে ভবিষ্যতে আইশ্যাডো পরা এবং আই মেকআপ করা অনেকটাই সহজ হয়ে যাবে।

Eye-Makeup: আই-মেকআপ করলেও পারফেক্ট লুক পান না? রইল বিশেষ টিপস ও ট্রিকস
আই মেকআপের সময় কিছু বিষয় মাথায় রাখুন।

Follow Us

রোজকারের ব্যস্ততায় চোখের মেকআপ (Makeup) বলতে কাজল। আর কেউ কেউ একটু আইলাইনার আর মাস্কারা। এর বেশি মেকআপ করতে অনেকেই ভালবাসেন না। অন্যদিকে, যাঁদের নিয়মিত মেকআপ করার অভ্যাস নেই, তাঁরা আই মেকআপ (Eye-Makeup) করতে গিয়ে অনেক সময়ই ঝামেলায় পড়েন। কখনও রং বেশি গাঢ় হয়ে যায়, কখনও বা ঠিকমতো ব্লেন্ড হয় না, কখনও চোখের খাঁজে আইশ্যাডো বিশ্রীভাবে জমে থাকে। বেশির ভাগ ক্ষেত্রে আইলাইনার দু’ দিকে ঠিকমতো হয় না কিংবা সঠিক ভাবে উইংস হয় না। ফলে সাজগোজটাও মনের মতো হয় না। আপনিও কি আই মেকআপ করতে গিয়ে একই সমস্যায় পড়েন? তা হলে মাথায় রাখুন আইশ্যাডো (Eyeshadow) পরার কিছু নিয়ম। এতে ভবিষ্যতে আইশ্যাডো পরা এবং আই মেকআপ করা অনেকটাই সহজ হয়ে যাবে।

আইশ্যাডো পরার সময় যে বিষয়গুলি মাথায় রাখবেন:

চোখের মেকআপ শুরু করার আগে চোখের চারপাশ পরিষ্কার করে নিন। পুরোনো কাজল বা মেকআপের অবশেষ যেন না থেকে থাকে। মিসেলার ওয়াটারে তুলো ভিজিয়ে চোখের চারপাশ মুছে নিন। তারপর চারপাশে আই ক্রিম লাগিয়ে পাঁচ-সাত মিনিট অপেক্ষা করুন। এরপর শুরু করুন মেকআপ করা।

– আইশ্যাডো পরার আগে শুরুতেই উপরের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিন। তাতে শ্যাডো ঠিকমতো সেট হবে। প্রাইমার লাগানোর পর আপনি ফাউন্ডেশন এবং কনসিলার লাগিয়ে নিন। আপনার যদি ডার্ক সার্কেল থাকে তাহলে ভাল করে কনসিলার লাগান। তারপর আইশ্যাডো পরা শুরু করুন।

আপনি কী ধরনের আইশ্যাডো পরছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে। ক্রিম আইশ্যাডো হলে চোখের পাতায় ব্রাশ দিয়ে ভাল করে লাগিয়ে নিন। যদি আইশ্যাডোর অভ্যাস না থাকে তাহলে ব্রাশের বদলে আঙুল দিয়ে আইশ্যাডো লাগিয়ে নিন। তারপর পরিষ্কার ব্রাশ বা অন্য আঙুল দিয়ে বাড়তি রংটুকু মুছে ফেলুন।

ব্রাশ দিয়ে আইশ্যাডো পরার সময় হাতের কাছে অন্তত তিনটে ব্রাশ থাকা চাই। একটা ব্রাশ দিয়ে পরবেন, অন্য একটি দিয়ে বাড়তি শ্যাডো ঝেড়ে ফেলবেন। আর তিন নম্বর ব্রাশটি দিয়ে আইশ্যাডোটা ভাল করে ব্লেন্ড করবেন। আইশ্যাডো সঠিকভাবে ব্লেন্ড করা খুব জরুরি। যদি পাউডার আইশ্যাডো পরেম তাহলে মাঝারি থেকে বড়ো ব্রাশ ব্যবহার করুন।

-স্মোকি আই মেকআপ করতে চাইলে আগে চোখের মেকআপ করে নিন। তারপর বাকি মুখের বেস তৈরি করবেন। আগে চোখের মেকআপটা করে নিলে মুখে বাড়তি আইশ্যাডো ঝরে বেস নষ্ট হবে না। সেরকম হলে আপনি চোখের মেকআপ করার সময় চোখের নীচে ডিসপোজ়েবল আই প্যাচ লাগিয়ে নিতে পারেন।

-চোখের নীচের পাতায় স্মোকি মেকআপের জন্য ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন। আর গাঢ় রঙের আইশ্যাডো বেছে নিন। প্রয়োজনে আপনি চোখের নীচের পাতায় সাদা রঙের কাজল ব্যবহার করতে পারেন। এতে চোখটা উজ্জ্বল দেখাবে। আর চোখের নীচের পাতাতেও মাস্কারা লাগাতে ভুলবেন না।

আরও পড়ুন: বার্লিনের মাটিতে ‘ফেক ফ্রেকলেস’ মেকআপে ‘গাঙ্গুবাই’! আপনিও ট্রাই করবেন নাকি আলিয়ার এই লুক?

Next Article