Skin Care Tips: হাঁটু ও কনুইয়ে কালো ছোপ? ঘরোয়া এই 8 উপায়েই মিলতে পারে সমাধান

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 06, 2022 | 9:25 AM

কালচে হাঁটু ও কনুই নিয়ে উদ্বেগের কিছু না হলেও, ছোট পোশাক ও স্লিভলেশ টপ বা ব্লাউজ পরলে তখন হাইপারপিগমেন্টেশনগুলি বেশি চোখে পড়ে।

Skin Care Tips: হাঁটু ও কনুইয়ে কালো ছোপ? ঘরোয়া এই 8 উপায়েই মিলতে পারে সমাধান

Follow Us

আমাদের সাধারণত হাঁটু ও কনুইয়ের চামড়া কালচে হয়। এছাড়াও কালো ছোপ ধরা হাঁটু ও কনুই নিয়ে সমস্যার সম্মুখীন হন প্রত্যেকেই। নারী ও পুরুষ উভয়েরই সমস্যা থাকে। শরীরের বাকি অংশের তুলনায় এই অংশে বেশি মেলানিনের ফলে বা সূর্যের তাপ,ঘর্ষণ আরও অনেক কিছুর জন্য ক্ষতিগ্রস্ত হয়। কালচে হাঁটু ও কনুই নিয়ে উদ্বেগের কিছু না হলেও, ছোট পোশাক ও স্লিভলেশ টপ বা ব্লাউজ পরলে তখন হাইপারপিগমেন্টেশনগুলি বেশি চোখে পড়ে।

কনুই এবং হাঁটুতে হাইপারপিগমেন্টেশন নিয়ে অস্বস্তিকরবোধ করলে চিন্তা করার কিছু নেই। কালো ছোপ হঠিয়ে উজ্জ্বল করতে বেশ কিছু জিনিসের প্রয়োজন। এই দাগ দূর করতে ঘরোয়া উপায় প্রয়োগ করতে পারেন। এক ঝলকে দেখে নিন কয়েকটি জরুরি টিপস…

হলুদ

একচামচ হলুদের সঙ্গে দই ও মধু মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এরপর কনুই ও হাঁটুতে পেস্টটি ব্যবহার করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

অ্যালোভেরা

অ্যালোভেরা ত্বককে হালকা করতে বেশ কার্যকরী। ত্বক-আলোকিত বৈশিষ্ট্য বিদ্যমান মেলানিন কোষগুলিকে ধ্বংস করে কাজ করে। হাইপারপিগমেন্টেশনের উপস্থিতি হ্রাস করে। তাজা অ্যালোভেরা থেকে জেল ব্যবহার করতে পারেন বা একটি ওভার দ্য কাউন্টার ক্রিম প্রয়োগ করতে পারেন। ত্বকের জন্য অ্যালোভেরা জেল খুব ভালো। ২০ মিনিট দাগের উপর জেল মেখে অপেক্ষা করুন, শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস

প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। এটি ত্বককে হালকা ও উজ্জ্বল দেখাতে লেবুর রস ব্যবহার বহু যুগ ধরে হয়ে আসছে। ত্বকের জন্য বেশ উপকারী লেবু। লেবুর রস হাঁটু ও কনুইয়ের ওপর ১০ মিনিট ভালো মতো লাগিয়ে ঘষুন। শুকিয়ে এলে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত সুবিধার জন্য, আপনি উপরে কিছু বেকিং সোডা ছিটিয়ে দিতে পারেন।

আলু

ভাজা আলু স্ন্যাকস হিসেবে ত্বকের জন্য খারাপ হলেও কাঁচা আলুর রস আসলে ত্বকের প্রাকৃতিক ব্লিচিংয়ের জন্য উপকরণ। আলুতে প্রাকৃতিক ত্বক ব্লিচিং বৈশিষ্ট্যও রয়েছে। কালো দাগ এবং দাগ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। হাঁটু এবং কনুইতে পিগমেন্টেশন থেকে মুক্তি পেতে ত্বকে আলুর টুকরো ঘষুন। এমনকি রস বের করে ব্যবহার করতে পারেন।

বেকিং সোডা ও দুধ

ত্বকের কালো দাগ দূর ও উজ্জ্বল করতে বেকিং সোডা খুবই কার্যকর। এক চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। পাঁচ মিনিট রাখুন এবং শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিন বার ব্যবহার করুন, এতে কালো দাগ সহজে দূর হবে।

দই ও ভিনিগার

দু’টি একসঙ্গে নিয়ে মিশ্রণ তৈরি করুন। কালো অংশে মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারের ফলে কনুই ও হাঁটুর চামড়ার রং স্বাভাবিক রঙে ফিরে আসবে ও উজ্জ্বল হবে।

নারকেল তেল

স্নানের আগে নারকেল তেল দাগের উপর ভালো করে ম্যাসাজ করুন। সাবান ব্যবহার না করে এক দুই ফোটা লেবুর রস দিতে পারেন। পরে গরম জল দিয়ে স্নান করে নিন। কিছুদিনের মধ্যেই সুফল পাবেন।

আরও পড়ুন: Valentine’s Day 2022: সঙ্গীর চোখে উজ্জ্বল ও সুন্দর হতে আজ থেকেই যত্ন নিন ত্বকের! বিশেষ দিনের জন্য রইল সহজ ও ঘরোয়া টিপস

Next Article