পার্লারে নয়, এবার ঘরে বসেই নখের যত্নে হট অয়েল ম্যানিকিওর করুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 19, 2021 | 11:52 AM

তবে এবার জল নয়, ম্যানিকিওরের সময় গরম তেল ব্যবহার করুন। সুন্দর হাতে পুষ্টি দেওয়ার জন্য গরম তেলে ম্যানিকিওর করতে পারেন।

পার্লারে নয়, এবার ঘরে বসেই নখের যত্নে হট অয়েল ম্যানিকিওর করুন
হট অয়েল ম্যানিকিওর করুন

Follow Us

মুখের পাশাপাশি হাত-পা ও নখেরওবসমান যত্ন নেওয়া প্রয়োজন। ব্যস্ততার মধ্যে আমরা এমন ডুবে থাকি যে আমাদের হাত-নখগুলির ভূমিকার কথা ভুলে যাই। প্রতিদিনের রুটিনমাফিক কাজকর্মগুলি নিঃশব্দে যেদুটি হাত করে যায়,তাদের দেখভালের দায়িত্বও আমাদের। মুখের পাশাপাশি হাত ও নখের পরিচর্চার জন্য সচেতনতা ও পরিচর্চার দরকার। নখের ও হাতের যত্নের জন্য গরম জলে ম্যানিকিওর পদ্ধতি আরামদায়ক ও স্বাস্থ্যকরও বটে। তবে এবার জল নয়, ম্যানিকিওরের সময় গরম তেল ব্যবহার করুন। সুন্দর হাতে পুষ্টি দেওয়ার জন্য গরম তেলে ম্যানিকিওর করতে পারেন।

হট অয়েল ম্যানিকিওর হল সেরা ম্য়ানিকিওরের মধ্যে অন্যতম। পার্লার বা স্পা সেন্টারে না গিয়ে বাড়িতেই এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। সাধারণ ম্যানিকিওরের মতো সহজ নয়। রয়েছে কয়েকটি ধাপ। যা ঘরে বসে অনায়াসেই করা যাবে এই হট অয়েল ম্যানিকিওর।

হট অয়েল ম্যানিকিওর করার কয়েকটি সহজ ধাপ রয়েছে, সেগুলি একনজরে দেখে নিন…

– এই ম্যানিকিওরের জন্য চাই কয়েকটি তেল, যেমন অলিভ অয়েল, সূর্যমুখী তেল, জবা ফুলের তেল বা বাদাম তেল দরকার পড়ে। তবে এত তেলের দরকার না হলেও মাত্র দুটি তেল বেছে নিতে পারেন। তেলের সঙ্গে যোগ করুন ভিটামিন ই ক্যাপসুল।

– দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে মাইক্রোওয়েভে ২৫ সেকেন্ডের জন্য গরম করে নিতে হবে।

– গরম তেল অল্প ঠান্ডা হলে আপনার হাত ডুবিয়ে রাখুন কয়েক মিনিট।

– গরম তেলে হাত মাসাজ করুন। এরপর ডাস্ট রিমুভার দিয়ে নখ পরিস্কার করে নিন। কাটিকেল পুশারের মাদ্যমে মখের কাটিকলসকে পিছনে চেপে নখের আকার ও গঠন ঠিক করুন।

– এরপর সাধারণ জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। পাইলার দিয়ে নখ ফাইল করুন। এরপর পছন্দের ময়েশ্চারাইজার ব্যবহার করলে নখ সুন্দর ও সুস্থ থাকবে। নখকে সুন্দর করে তপলতে নেলপলিশ লাগিয়ে নিতে পারেন।

হট অয়েল ম্যানিকিওরের এই পদ্ধতিতে আপনার নখ শুধু সুন্দরই হয়ে ওঠে তাই নয়, বিলাসবহুল ম্যানিকিওরের থেকে অনেক বেশি কার্যকরী।

আরও পড়ুন: গরমেও ঠোঁট ফাটে! নরম ও সুন্দর ঠোঁটের জন্য নারকেল তেলের লিপ-বাম অব্যর্থ টোটকা

 

Next Article