Alia Bhatt Skin Care: আলিয়া ভাটের মতো বিনা মেকআপের জেল্লাদার ত্বক পেতে চান? জেনে নিন আলিয়ার স্কিন কেয়ার রুটিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Mar 05, 2022 | 8:02 AM

No Makeup Look: মেকআপ ছাড়া সুন্দরী নায়িকাদের একজন আলিয়া ভাট (Alia Bhatt)। মেকআপহীন হয়েও (No Makeup Look) তিনি কতটা আকর্ষণীয়, তা আমরা তাঁর ‘হাইওয়ে’ (Highway) ছবিতেই দেখতে পেয়েছি।

Alia Bhatt Skin Care: আলিয়া ভাটের মতো বিনা মেকআপের জেল্লাদার ত্বক পেতে চান? জেনে নিন আলিয়ার স্কিন কেয়ার রুটিন...
প্রতীকী ছবি

Follow Us

বলিউড (Bollywood) ইন্ড্রাস্ট্রির প্রথম সারির নায়িকাদের তালিকায় রয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। মায়াবী আর মোহনীয় চেহারার অধিকারী না হলেও তার ত্বকের জেল্লা যেন ভুবন মাতানো। ত্বকের সৌন্দর্য (Skin Care) রক্ষায় কী করেন আলিয়া, তা নিয়েই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। মেকআপ ছাড়া (No Makeup Look) সুন্দরী নায়িকাদের একজন তিনি। মেকআপহীন হয়েও তিনি কতটা আকর্ষণীয়, তা আমরা তাঁর ‘হাইওয়ে’ ছবিতেই দেখতে পেয়েছি। সুন্দর ত্বকের অধিকারী হওয়ায় যেকোনও ছবির কাজেই তাঁর সাজে বেশি মেকআপের উপস্থিতি তেমন একটা লক্ষ করা যায় না। আলিয়ার রূপের এই রহস্য কী? এ প্রশ্ন আলিয়ার সব ভক্তের মনেই উঁকি দেয়।

খুব ব্যস্ত অভিনেত্রী হওয়ায় রূপচর্চার জন্য তেমন একটা সময় পান না তিনি। তবে যতটুকু সময় পান, তা অবশ্যই কাজে লাগান ত্বকের যত্নে। খুব তাড়াতাড়ি ত্বকের যত্ন নিতে নিজের মতো করেই ফেসপ্যাক বানিয়ে ফেলেন আলিয়া। বেশির ভাগ সময় মধু আর পেঁপে দিয়েই প্যাক বানান। সেই ফেসপ্যাক দিয়েই মুখ পরিষ্কার করেন বলিউড এই অভিনেত্রী।

প্রতীকী ছবি

চোখের যত্নও বিশেষভাবে নেন তিনি। চোখের নীচে যাতে ফোলা ভাব না দেখা দেয়, তাই নিয়মিত নাইট ক্রিম ব্যবহার করেন তিনি। নিজের ত্বক নিয়মিত মোয়শ্চারাইজও করেন তিনি। ত্বকের জেল্লা বাড়াতে মাঝেমধ্যে উপটান ব্যবহার করেন। তবে দৈনন্দিনের রুটিনে কখনওই যেটি বাদ দেন না তিনি, তা হল মুখের ম্যাসাজ।

হঠাৎ কোথাও যেতে আলিয়া বাজার থেকে কেনা শিট মাস্ক ব্যবহার করেন। কয়েক দিন বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হলেও সেটিই হয় আলিয়ার সঙ্গী। তাতে কম সময়ে ত্বকের অনেকটা যত্ন নেওয়া যায় বলে তিনি মনে করেন। এতে অল্প সময়ে গ্ল্যামারাস আর ফ্রেশ দেখায় ত্বককে। সেই কারণেই এই ব্যবস্থা। যদিও, এর ফলে ওনার ত্বকের পিগমেন্টেশনের যে সম্ভাবনা থাকে তা তিনি নাইট ক্রিমের মাধ্যমে মুছে ফেলতে পারেন।

ত্বক টানটান আর বলিরেখামুক্ত রাখতে ম্যাসাজ তার প্রথম পছন্দ। এর জন্য নিজের একটি ফেস ম্যাসাজ রোলার আছে তার। তা দিয়ে নিয়মিতই ম্যাসাজ করেন ত্বক। আর তার গুণেই বিনা মেকআপেও যেকোনও জায়গায় দিব্যি ঘুরে বেড়াতে পারেন বলিউডের বর্তমান জনপ্রিয় এই অভিনেত্রী। এসবের পরে ওনার ডায়েট তো আছেই। খাওয়াদাওয়া ত্বকের জেল্লা বাড়াতে এবং তা ধরে রাখতে একটা দারুণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন: Skin Care: খাওয়ার পাশাপাশি মাছের তেলকে রূপচর্চাতেও কাজে লাগান! পার্থক্যটা কয়েকদিনেই চোখে পড়বে

আরও পড়ুন: Pregnancy Pigmentation: সন্তান প্রসবের পরে মহিলাদের ত্বকের বিভিন্ন কালো ছোপ দূর করার ঘরোয়া উপায়…

আরও পড়ুন: Beauty Products: প্রসাধন সামগ্রী কেনার সময় এই কয়েকটি উপাদান এড়িয়ে চলুন, নইলে ক্ষতি হতে পারে ত্বকের…

Next Article