শুধু ত্বকের পরিচর্চা করলেই চলবে না, ত্বকের পরিচর্চার জন্য ব্রাশ বা বিউটি কিটের ব্রাশ ও স্পঞ্জগুলিকে পরিস্কার না রাখাও অত্য়ন্ত জরুরি। প্রতিদিন আমরা যেমন কাপড়, পোশাক বা অন্যান্য জিনিস পরিষ্কার রাখি, তেমনি মেকআপ ব্রাশ ও স্পঞ্জও ব্যবহারের পর পরিস্কার করতে হবে। কিন্তু ব্রাশ পরিস্কার রাখা নিয়ে অধিকাংশই অবহেলা করে থাকেন।
মেকআপ ব্রাশ পরিস্কার করার প্রাথমিক লক্ষ্য হল পরিস্কার -পরিচ্ছন্নতা বজায় রাখা ও ময়লা থেকে দূরে রাখা। নোংরা মেকআপ ব্রাশেতৈলাক্ত মেকআপের অবশিষ্টাংশ, ত্বকের মৃতকোষ ও ব্যাকটেরিয়া মজুত থাকে। পরিস্কার না করলে সংক্রমণ ও অ্যালার্জির কারণ হতে পারে। ব্রাশ পরিস্কার করার সময় কিছু বিষয় মাখায় রাখবেন, সেগুলি দেখে নিন একনজরে…
– মেকআপ ব্রাশ মাসে অন্তত একবার পরিস্কার করা উচিত। হালকা গরম জলে কখনও পরিস্কার করবেন না। এতে ব্রাশের ব্রিসলের ক্ষতি হতে পারে।
– হালকা জাতীয় শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে ব্রাশ পরিস্কার করলে ভাল হয়। প্রথমে হাতের তালুতে শ্যাম্পু নিয়ে ব্রাশের ব্রিসলগুলি টিপে আস্তে আস্তে মাসাজ করুন।
– খুব ধীরে ধীরে প্রক্রিয়াটি করুন। মাসাজের পর ব্রিসলগুলি ধুয়ে ফেলুন। ভালো করে জল দিয়ে পরিস্কার করার জন্য অনেকক্ষন ট্যাপের জলের তোড়ের নীচে রাখুন।
– ব্রাশ শুকনো করার জন্য শুকনো তোয়ালে ব্যবহার করুন। ব্রাশ শুকনো না হলে কখনও ব্যবহার করবেন না।
– বেশিক্ষণ জলের নিচে ব্রাশ ধোবেন না। ব্রাশের ব্রিসলগুলি রক্ষা করতে ও হাতলের সঙ্গে আঠার জোড় আলগা হয়ে যেতে পারে।
– ব্রাশ পরিস্কার করার জন্য বাজারে একধরনের প্রাকৃতিক তেল পাওয়া যায়। একে জীবাণুমুক্ত করা যায় দ্রুত।
– মেকআপ ব্রাশ ধোয়ার জন্য কখনও কোনও ইলেকট্রিক মেশিন ব্যবহার করবেন না,তাতে ব্রিসলের প্রচুর ক্ষতি হয়ে যায়।