Makeup Brush: মেকআপ করার পর ব্রাশ নোংরা করে রেখে দেন! কীভাবে পরিস্কার করবেন, জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 15, 2021 | 7:10 AM

পরিস্কার না করলে সংক্রমণ ও অ্যালার্জির কারণ হতে পারে। ব্রাশ পরিস্কার করার সময় কিছু বিষয় মাখায় রাখবেন, সেগুলি দেখে নিন একনজরে...

Makeup Brush: মেকআপ করার পর ব্রাশ নোংরা করে রেখে দেন! কীভাবে পরিস্কার করবেন, জেনে নিন...
ছবিটি প্রতীকী

Follow Us

শুধু ত্বকের পরিচর্চা করলেই চলবে না, ত্বকের পরিচর্চার জন্য ব্রাশ বা বিউটি কিটের ব্রাশ ও স্পঞ্জগুলিকে পরিস্কার না রাখাও অত্য়ন্ত জরুরি। প্রতিদিন আমরা যেমন কাপড়, পোশাক বা অন্যান্য জিনিস পরিষ্কার রাখি, তেমনি মেকআপ ব্রাশ ও স্পঞ্জও ব্যবহারের পর পরিস্কার করতে হবে। কিন্তু ব্রাশ পরিস্কার রাখা নিয়ে অধিকাংশই অবহেলা করে থাকেন।

মেকআপ ব্রাশ পরিস্কার করার প্রাথমিক লক্ষ্য হল পরিস্কার -পরিচ্ছন্নতা বজায় রাখা ও ময়লা থেকে দূরে রাখা। নোংরা মেকআপ ব্রাশেতৈলাক্ত মেকআপের অবশিষ্টাংশ, ত্বকের মৃতকোষ ও ব্যাকটেরিয়া মজুত থাকে। পরিস্কার না করলে সংক্রমণ ও অ্যালার্জির কারণ হতে পারে। ব্রাশ পরিস্কার করার সময় কিছু বিষয় মাখায় রাখবেন, সেগুলি দেখে নিন একনজরে…

– মেকআপ ব্রাশ মাসে অন্তত একবার পরিস্কার করা উচিত। হালকা গরম জলে কখনও পরিস্কার করবেন না। এতে ব্রাশের ব্রিসলের ক্ষতি হতে পারে।

– হালকা জাতীয় শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে ব্রাশ পরিস্কার করলে ভাল হয়। প্রথমে হাতের তালুতে শ্যাম্পু নিয়ে ব্রাশের ব্রিসলগুলি টিপে আস্তে আস্তে মাসাজ করুন।

– খুব ধীরে ধীরে প্রক্রিয়াটি করুন। মাসাজের পর ব্রিসলগুলি ধুয়ে ফেলুন। ভালো করে জল দিয়ে পরিস্কার করার জন্য অনেকক্ষন ট্যাপের জলের তোড়ের নীচে রাখুন।

– ব্রাশ শুকনো করার জন্য শুকনো তোয়ালে ব্যবহার করুন। ব্রাশ শুকনো না হলে কখনও ব্যবহার করবেন না।

– বেশিক্ষণ জলের নিচে ব্রাশ ধোবেন না। ব্রাশের ব্রিসলগুলি রক্ষা করতে ও হাতলের সঙ্গে আঠার জোড় আলগা হয়ে যেতে পারে।

– ব্রাশ পরিস্কার করার জন্য বাজারে একধরনের প্রাকৃতিক তেল পাওয়া যায়। একে জীবাণুমুক্ত করা যায় দ্রুত।

– মেকআপ ব্রাশ ধোয়ার জন্য কখনও কোনও ইলেকট্রিক মেশিন ব্যবহার করবেন না,তাতে ব্রিসলের প্রচুর ক্ষতি হয়ে যায়।

আরও পড়ুন: Skincare Tips: প্রিয়াঙ্কা-ঐশ্বর্যার সৌন্দর্য রহস্যের পিছনে রয়েছে এই ঘরোয়া ও সহজ উপাদান! ত্বকের পরিচর্চায় ব্যবহার করতে পারেন আপনিও…

Next Article