Acne Problem: বিশেষ দিনের আগে মুখভর্তি ব্রণ? ৩ দিনের মধ্যে পিম্পল দূর করুন ঘরোয়া উপায়ে

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 11, 2023 | 1:26 PM

Home remedies for pimple: কোনও অনুষ্ঠান বা বেড়াতে যাওয়ার আগের দিন মুখে ব্রণর দেখা মেলে। এই ধরনের পরিস্থিতি কারওই পছন্দ নয়। কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হলে কী করবেন?

Acne Problem: বিশেষ দিনের আগে মুখভর্তি ব্রণ? ৩ দিনের মধ্যে পিম্পল দূর করুন ঘরোয়া উপায়ে

Follow Us

ব্রণ ত্বকের খুব সাধারণ সমস্যা। প্রায় ৮৫ শতাংশ কিশোর-কিশোরীরা এই ব্রণর সমস্যায় ভুগছে। হরমোনজনিত কারণে অনেক সময় ব্রণ দেখা দেয়। তবে, ব্রণ হওয়ার পিছনে কোনও একটি কারণ দায়ী নয়। অনেক সময় ত্বকের ঠিকভাবে দেখভাল না হলেও ব্রণর সমস্যা দেখা দেয়। পরিস্থিতি তখনই বেশি কষ্টকর হয়ে যায়, যখন ব্রণ সহজে পিছু ছাড়ে না। কোনও অনুষ্ঠান বা বেড়াতে যাওয়ার আগের দিন মুখে ব্রণর দেখা মেলে। এই ধরনের পরিস্থিতি কারওই পছন্দ নয়। কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হলে কী করবেন? রাতারাতি ব্রণর সমস্যা দূর করবেন কীভাবে? রইল টিপস।

টি ট্রি অয়েল ব্যবহার করুন

মেলালেউকা অল্টারনিফোলিয়া নামের একটি গাছের পাতা থেকে টি ট্রি অয়েল তৈরি করা হয়। এই এসেনশিয়াল অয়েল ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে এবং ত্বকের প্রদাহ কমাতে সহায়ক। গবেষণায় দেখা গিয়েছে, এই টি ট্রি অয়েল ব্রণর সমস্যা কমাতে উপযোগী। কিন্তু এই তেল সরাসরি ব্রণ বা ত্বকের উপর লাগানো যাবে না। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে দু-তিন ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে ত্বক ও ব্রণর উপর লাগান। দিনে দু’বার এই উপায়ে টি ট্রি অয়েল ব্যবহার করলে ৩ দিনে আপনার ব্রণর সমস্যা দূর হবে।

গ্রিন টিয়ের সাহায্য নিন

গ্রিন টি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনই ত্বকের জন্যও দারুণ কার্যকর। গ্রিন টিয়ের মধ্যে ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিনস রয়েছে। এছাড়া এতে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গ্রিন টি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। বাজারে এমন অনেক প্রসাধনী পণ্য পেয়ে যাবেন, যার মধ্যে গ্রিন টি রয়েছে। তবে, সেরা ফলাফল পেতে আপনি চা বানিয়ে নিয়ে সরাসরি মুখে ব্যবহার করতে পারেন। প্রথমে চা বানিয়ে নিন। তারপর সেটা ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে রাখুন। প্রথমে মুখ ধুয়ে নিন। তারপর গ্রিন টি মুখে স্প্রে করুন। দিনে দু’বার এই উপায়ে গ্রিন টি ব্যবহার করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মুখে গ্রিন টি মাখুন। এতে ব্রণর সমস্যা কমে যাবে।

অ্যালোভেরা জেল মাখুন

অ্যালোভেরা জেলের মতো প্রাকৃতিক উপাদান খুব কম রয়েছে। ত্বকের যে কোনও সমস্যা দূর করতে অ্যালোভেরা জেল সহায়ক। ব্রণ সমস্যা দূর করার ক্ষেত্রেও অ্যালোভেরা জেল দারুণ উপযোগী। এছাড়া অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেলও ত্বকের প্রদাহ কমায়। বাজারচলতি অ্যালোভেরা জেল আপনি ত্বকের উপর সরাসরি মাখতে পারেন। এছাড়া অ্যালোভেরার পাতা থেকে নির্যাস বের করে নিন। এবার এটাও আপনি সরাসরি মুখে মাখতে পারেন। এতেও ব্রণও সমস্যা দূর হয়ে যাবে।

Next Article